ভালবাসি মানুষকে ইদানিং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের চেয়ার নিয়ে বেশ কৌতুহল এবং অপেক্ষমান দৃষ্টি দেশের সকল ক্রিকেট ভক্তদের মধ্যে। কেউ বলছেন মুশফিক আবার কেউ বলছেন রিয়াদ কেউ কেউ আবার আশরাফুল বা নাফীস কে দিলে ভাল হবে এমন মন্তব্য করছেন। কিন্তু বাস্তবতা হলো বতর্মান দলে এমন কেউ কি আছেন যার হাতে নিশ্চিন্তে এই কঠিন দায়িত্ব তুলে দেয়া যাই? তাই বলে কাউকে না কাউকেতো এই দায়িত্ব দিতেই হবে। আসলে আমাদের ক্রিকেট পরিচালনায় নিয়োজিত যারা তাদের উচিৎ যাকেই অধিনায়ক হিসাবে মনোয়ন করবে তাকে যেন ক্যাপ্টেন্সির উপর একটা ট্রেনিং ক্যাম্প করানো। মানে দল পরিচালনা, দলে একতা ধরে রাখা, সংবাদ ব্রিফ্রি, দলগত নৈপুণ্য বৃদ্ধিসহ সবকিছু সে যেন হ্যান্ডল করতে পারে ভালভাবে। তাহলে আর এভাবে দুই দিন পরপর অধিনায়ক পরিবতর্ন দেখতে হবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।