আমাদের কথা খুঁজে নিন

   

আবুল ভাই'র এক খান উক্তি (সাথে এক খান ৪০+ স্ক্রীনশট ফ্রী )

ভাই, অফ যা, আর কান্দিস না। "হরতাল কে সাগরে ডুবিয়ে দিতে হবে" - অর্থমন্ত্রী মুহিত হরতাল অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ জন্য হরতালকে দেশ থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিতে হবে। এ ব্যাপারে দেশবাসীকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন।

গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত একটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্মব্যবসায়ীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশকে কেন্দ্র করে কাবা শরিফের ছবি নিয়েও তাঁরা বিভ্রান্তি সৃষ্টি করছে। এইখানে দুষ্টু লোকের মন্তব্যঃ এবার সরকার কে দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে অনেক চিন্তিত মনে হচ্ছে। কিন্তু, বেয়াদ্দব বিরোধী দল, একটার পর একটার হরতাল দিয়া দেশের বারোটা বাজাইতেছে। হরতাল তো বিরোধী দলের কর্মসূচী।

মুহিত ভাই, এই বিরোধী দল দিয়া হরতাল সাগরে ডুবানো যাবেনা। আশা করি, আগামীতে আপনারা বিরোধী দলে গেলে, আপনারাই হরতাল কে সাগরে ডুবিয়ে জাতির উপকার করবেন। ফ্রী-স্ক্রীনশটঃ ভাই-বুন, আমার কুনি দুষ নাই, লোডশেডিং এর মধ্যে বইসা বইসা পেপার ঘাটতে গিয়া এইডা পাইছি। প্রথম আলোর, নকশার সুবন্ধু-সমীপেষু। মাইয়া পড়ে, কেলাস ওয়ান এ, আর মার বয়স, ৪৫? গুল মারার জায়গা পাওনা? ব্যাক্তিগত মতামতঃ এইসব ছাওয়াল-জবাব সেকশন এর বেশীরভাগই ভূয়া, বানানো।

প্রশ্নের ভিতরে অশ্লীল জিনিস ঢুকাই দেয়া হয়, যেগুলো বেশিরভাগই বিশ্বাসযোগ্য নয়। তবে, ব্যাপক মজা পাই, রাশিফল পইড়া। আপনের প্রেম শুভ, ; রোমান্স ও বিনোদন শুভ ; ইত্যাদি। (মাগার সব মিছা কথা, ) [আমার কুনু দুষ নাই ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.