আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি অদ্ভূত হাইব্রিড প্রাণী...

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো হ্রাইব্রিড প্রানী বলতে সংকর বা দুইটি ভিন্ন প্রজাতির প্রাণীর মিশ্রনে সৃষ্ট নতুন প্রজাতির প্রাণীকে বুঝায়। আজকে কয়েকটি চমৎকার হাইব্রিড প্রাণীর ছবি ও বর্ননা দিলাম বাঘের মত দেখতে এ প্রাণীটির নাম লাইঘার। বাবা সিংহ এবং মা বাঘিনীর সংকর হলো লাইঘার(লায়ন+টাইঘার)। এরই আরেকটি প্রজাতী আছে টাইঘন(টাইঘার+লায়ন)।

বাবা বাঘ এবং মা সিংহীর সংকর টাইঘন। এই প্রাণীরটির বাংলা নাম নেকড়েকুকুর (উলফডগ)। নেকড়ে এবং কুকুরের সংকর এই প্রাণী। নেকড়ের থাবা, শক্তি ও বেচে থাকার ক্ষমতা এবং কুকুরের মনিবের প্রতি ভালোবাসা এই সবই একটি প্রাণীতে আনা হয়েছে। বন্য শুকর এবং পোষা শুকরের সংকর এই শুকরটি।

বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'আয়রন এজ পিগ'। মাংসের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্যই এই সংকর প্রানীকে সৃষ্টি করা হয়েছে। জর্সি। জেব্রা এবং ঘোড়ার সংকর এই প্রাণীটি। সাধারনত জেব্রার পিঠে চড়া যায়না এর দেহের গঠনের কারনে।

জর্সি নামক এই প্রাণীটির পিঠে চড়া যায় কিন্তু এর মেজাজ অনেকটা ঘোড়ার মতন যার কারনে পোষ মানানো একটু কঠিন। এ সুন্দর প্রাণীটির নাম কামা। ক্যামেল(উট) এবং লামার সংকর এই প্রাণী। উটের মত লম্বা পা, লামার মোট ছোট লেজ, সুন্দর চোখ, কান রয়েছে এই প্রাণীর। অবাক ব্যাপার হলো এই প্রাণীটির পিঠে কোন কুজ নেই।

এই প্রাণীটির নাম পিজলি ভালুক। পোলার ভালুক এবং গ্রিজলি ভালুকের সংকর এই পিজলি ভালুক। জ্বীনগতভাবে পোলার এবং গ্রিজলি ভালুক প্রায় একরকম হলেও এরা একে অপরকে এড়িয়ে চলে। ২০০৬ সালের ১৬ এপ্রিল আমেরিকান শিকারী প্রথমবারের মত একটি হাইব্রিডভালুক কে গুলি করে মারেন। ল্যাব ছাড়া বণ্য অবস্থায় পাওয়া এটিই প্রথম হাইব্রিড ভালুক।

লিওপন। চিতাবাঘ এবং মেয়ে সিংহের সংকর এই রাজকীয় প্রাণীটি। এর মাথা সিংহের মতো এবং বাকী শরীর চিতাবাঘের। একটি পরামর্শ চাই: সামুতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করার কি কোন অপশন আছে?? একটি একটি করে আপলোড করা বিরক্তিকর ব্যাপার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।