আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভূত ভালোবাসা....

আমি কবি নই ছড়াকারও নই

এতোটা ভালো কি কখনো বাসা যায় দম বন্ধ করা, অস্থির হয়ে যাওয়া তৃষ্ণাই শুধু বাড়ায় আদরে আদরে ভরে দেয়া চেটেপুটে সব লুটে নেয়া যত পাই আরো চাই আরো চাই অতৃপ্তিটা থেকে যায় শরীর মনের সব কানাগলি অজানা আলোয় ওঠে জ্বলি নতুন নতুন অভিজ্ঞতায় ভেসে যাওয়া তৃপ্তির পর তৃপ্তির ঢেউ এসে আনন্দের বন্যায় যাই ভেসে শেষে ভাবি- বাকী কি আছে কিছু পাওয়া স্যারি, এটা ইরোটিক কোন লেখা নয় শুদ্ধতা সন্ধানী না পান যেন কোন ভয় কারণ, এটা আত্ম-প্রেমের কথন নিজেকে নিজে ভাল বাসলে নিজের মনের কাছে নিজে আসলে নিজেই হই নিজের আপন আগেও বলেছি-আবার বলছি শোন মন দিয়ে এটা কবিতা হয়নি হোক তাও চাইনি যাও ভালবাসা নিয়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।