শুরু করছি না শেষের দিকে যাচ্ছি এই নিয়েই অবারিত সংশয়
অথচ মনে হয় এভাবেই যেন কত সময় কেটে গেছে
চারদিকে কত হাহাকার আর চোখ ভারি করা দৃষ্টি
এর মাঝেও আমার সংশয় এতটুকু মৃত যায়নি
আচ্ছা একি সংশয় না ভয়!
মাঝেমাঝে খুব সতর্ক ভাবে পদক্ষেপ লক্ষ্য করি
কই তবু তো হোচট খাই
কেন যে ক্লান্ত হই না,
কেন যে অসাড় হয়ে আসে না দেহটা...
শুধু ভেতর থেকে বের হয়ে আসা চিৎকারগুলো নিশব্দে হাটুক্ষয় করে,
আর চোখের স্বস্তি দিয়ে অশ্রুগুলো কাদামাটি পিচ্ছিল করে,ক্ষনিকের জন্য
কুৎসিত তবু হাস্যকর লোভনীয় এ পথছানি..
তুমি নিশ্চিত এ পথ তোমার?
নাকি একাকিত্ব ভয় পেয়ে বিবেকের সাথে সমঝোতা..
অথবা,আপন স্বত্বা বিসর্জন!
জানি এ পথ থেকে সরে দাড়াবো,
যুদ্ধ ডাকবো সব কাল্পনিক সত্যের সাথে..
সময়ের পাতায় লিখে ধরবো,
ঐ আঁধারের পেছনে শুধুই আঁধার,গভীর শূন্যতা............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।