আমাদের কথা খুঁজে নিন

   

বাপের বেটি হাসিনা

মিয়াজী বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,আমি কিন্তু বলিনা শেয়ার বাজারে খাইছি ধরা, তা-ও আমি বলিনা বাস ভাড়া বেশি কিনা আমি কিন্ত যানিনা রাস্তার বেহাল দশা আমি কিন্ত দেখিনা আবাল মন্ত্রীর নির্লজ্জ হাসি দেইখা, আমি কিন্তু লজ্জিনা দলীয় ক্যাডার পিটায় মানুষ, আমি কিন্ত দেখিনা নিরীহ মানুষ পিটায় পুলিশ, আমি কিন্তু বলিনা আদালত হুদাই মামলা দেয়, এ কথা আমি মানিনা ঘরে ঘরে চাকরি দেব এ কথা আমি বলিনা ১০ টাকা কেজি চাল দেব এ কথাও বলিনা মন্ত্রী,নেতার তেল বাজি দেইখা, খুশিতে বাচিনা মন্ত্রীদের বেফাঁস কথায়,আমি কিন্তু ফাসি না মন্ত্রী কম খাইতে কইলেও, আমি কিন্তু খাই না বিরোধীদের দমন দেইখা, আমি কিন্তু দমিনা আপনার মিছা কথায়, আমি কিন্ত হাছা বলিনা সকলে যানে আমি বাপের বেটি শেখ হাসিনা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।