ভাবতে ভালো লাগে এক আব্বু, তার ছেলেকে বাটা থেকে ৩০০ টাকা দিয়ে এক জোড়া নতুন জুতা কিনে দিয়েছে। ছেলেও খুশি... আব্বু ও খুশি! তাদের ৫ তলা বাসায়, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আব্বু বলছে, “বেটা, একবারে, একটি সিঁড়ি পার না হয়ে, দুটো করে সিঁড়ি পার হবে। তাহলে দেখবে জুতা বেশীদিন টিকবে” ছেলে, বাপ কে খুশি করতে এক বারে তিনটি স্টেপ পার হতে থাকল। ছেলে মনে মনে ভাবছে, ‘আব্বু বলেছে দুটো স্টেপ পার হলে জুতা বেশী দিন টিকবে তার মানে শিওর তিনটি স্টেপ পার হলে জুতা আরও বেশী দিন টিকবে আর আব্বু তাহলে অনেকক খুশি হবে’! এভাবে তিন স্টেপ করে করে ছেলে ৫ তালায় পৌঁছানোর পর; আব্বা দিলো ছেলেরে একটা বন-থাপ্পড়! ছেলে কাঁদতে কাঁদতে বলল, “আমি কি করসি?” ব্যাটা তুই ৩০০ টাকার জুতা বাঁচাইতে যেয়ে, তোর ৫০০ টাকার প্যান্টের তলা ছিঁড়ে ফেলাইসস! -- গতকালকে, জামাতের হরতালে ও একই অবস্থা হয়েছে। আব্বুকে খুশি করতে ছেলেরা জোসে, গাড়ি ভাঙতে ভাঙতে... এমেরিকান এম্বেসির একটা গাড়িও ভেঙ্গে ফেলেছে। ছেলেদের কর্মকাণ্ডে, আব্বা বেজায় সমস্যায় পড়ে গেছে এখন। ছেলেদের থাপ্পড়, মিডিয়াতে সরি মরি বলে একাকার অবস্থা আব্বুর... বিরাট মুসিবত! ছেলে এমন কাজ করেছে যে, ছেলের প্যান্টের তলা তো ছিঁড়েছেই; গায়েবী আম্রিকান বেত্রাঘাতে, আব্বু- চাচ্চুর পায়জামার তলাও ছিঁড়ে ছিঁড়ে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।