আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ: The Dinner Game (1998), একটি ফাটাফাটি কমেডি মুভি

© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না। অনেক দিন পর একটা দারুন কমেডি মুভি দেখলাম। আর ব্যাপক হাসলাম। যদি কারও বিদেশী ভাষার মুভিতে অ্যালার্জী না থাকে তাহলে নিঃসন্দেহে দেখে ফেলতে পারেন এই মুভিটি। মুভিটির নামতো শিরোনামেই বলেছি।

এটি একটি ফরাসি মুভি,যার অরিজিনাল টাইটেল হলো "Le dîner de cons", মুভির ভাষাটাও ফ্রেন্চ। তাই ইংলিশ সাবটাইটেল ভরসা, কিন্তু সেটায় রসের কমতি হয়নি। মাত্র ১ ঘন্টা ১৫ মিনিটের মুভি, কিন্তু পরতে পরতে কমেডি লুকোনো, ঐ কাতুকুতু টাইপের বা জোর করে হাসানো নয়, পিওর কমেডি। মুভিটির ডিরেক্টর এবং রাইটার উভয়েই হলেন Francis Veber । এই মুভির হলিউডি একটা ভার্সন রয়েছে যা ২০১০ সালে বের হয়েছিলো, নাম Dinner for Schmucks (2010),আমার মতো অনেকেই হয়তো এই মুভিটি দেখে থাকতে পারেন।

এই মুভির কাহিনী অবলম্বনে বলিউডেও একটা সিনেমা রয়েছে, নাম ভেজা ফ্রাই, যেটাতে বিনয় পাঠক আর রজত কাপুর অভিনয় করেছিলেন। ঐ মুভিটাও বেশ ভালো লেগেছিলো, তবে সে তুলনায় Dinner for Schmucks মুভিটা আমার একদমই ভালো লাগে নি। যাই হোক, Dinner for Schmucks মুভিটিতে কিন্তু Francis Veber রাইটার হিসেবে ছিলেন। যাই হোক, এবারে মুভিটার প্লটটা একটু জেনে নেই। খুবই সাদামাটা প্লট,কমেডি মুভি বলে কথা।

ফ্রান্সের একজন ধনাঢ্য (পেশায় সম্পাদক) Pierre Brochant আর তার বন্ধুরা মিলে প্রতি সপ্তাহে একটি বিশেষ দিনে ডিনার পার্টি এরেন্জ করে থাকেন ,যেখানে প্রত্যেককেই একজন বোকা বা ইডিয়ট টাইপের লোককে দাওয়াত করে নিয়ে আসতে হয়। ঐ ডিনার পার্টি শেষে গেস্টরা চলে গেলে Pierre Brochant আর তার বন্ধুরা মিলে সেইসব বেকুব লোকদের নিয়ে হাসাহাসি এবং তাদেরকে নিয়ে তামাশা - মষ্করা করতেন। এমনকি কে সবচেয়ে বড়ো স্টুপিড এইধরনের অ্যাওয়ার্ডও দিতেন। এই নিয়ে প্রতি সপ্তাহেই তারা এমন প্রতিযোগীতার আয়োজন করতেন। আর মুভিটিতে রয়েছে এমনই এক সপ্তাহের কথা যেখানে দেখানো হয়েছে Pierre Brochant, François Pignon নামক একজনকে সেই ডিনার পার্টিতে দাওয়াত করেছে যে Internal Revenue Service (IRS) এ কাজ করে।

Pierre Brochant এর ধারণা আজকের ডিনার পার্টিতে সেই প্রতিযোগীতায় Pignon ই চ্যাম্পিয়ান হবে। কিন্তু Brochant এর শারীরিক অসুস্থতার জন্য সেই ডিনার ক্যান্সেল হয়ে যায়। তবে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তার বাসায় রয়ে যায় Pignon। এরপরই ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। মুভিটির আইএমডিবি রেটিং ৭.৭ আর রটেনটোমাটোসে এই মুভিটি টমাটোমিটারে ৭৩% আর অডিয়েন্সদের কাছে ৯০% ভোট পেয়েছে।

সুতরাং বুঝতেই পারছেন, এটি দর্শক আর সমালোচক উভয়শ্রেণীর কাছেই বেশ সমাদৃত হয়েছে। আর আমারো ভীষন ভালো লেগেছে। কমেডিগুলো সত্যিই অসাধারন আর বেশ প্রাণ খুলে হেসেছি। কাস্টিং ভয়াবহ লেভেলের জোস, বিশেষ করে Pignon চরিত্রে অভিনয় করা Jacques Villeret এর কথাই বলবো, সিম্পলি অসাধারন। ওনার চেহারাটা দেখলেই হাসি থামাতে পারি না, তার উপর এমন দুর্দান্ত লেভেলের অভিনয় !!!!! হ্যাটস অফ !!!!!! Pignon এর সুরতখানা একটু দেইখ্যা যান: এই মুভিটা দেখে আমার একটি আফসোস ভিতরে ভিতরে কাজ করেছে, আর তা হলো ফ্রেন্চ ভাষাটা যদি জানতাম তাহলে মুভিটা না জানি আরো কতোটা উপভোগ্য হতো !!! মুভিটির পরতে পরতে কৌতুক আর ক্রেজি সিচুয়েশানে পরিপূর্ণ, আর এন্ডিং দেখে মনে হইলো বেকুবগিরির শেষ হইয়াও বুঝি হইলো না শেষ।

আহা !!!!!! মুভিটিতে স্পেশাল তেমন কিছুই নেই, সবমিলিয়ে একটু হাসির খোরাক এই যা----আরেকটা জিনিস, আজকে থেকে ডিসিশান নিলাম, ফরেন কোনো মুভির হলিউড ভার্সন দেখার আগে অবশ্যই অবশ্যই ঐটার অরিজিনালটা আগে দেখতে হবে। নাহলে কপালে শুধুই আফসোস। The Dinner Game : আমার পার্সোনাল রেটিং ৮/১০। মুভিটির ডাউনলোড লিংক: http://www.megaupload.com/?d=1ICUIWT5 http://www.megaupload.com/?d=5AYXYHH6 http://www.megaupload.com/?d=DOYCM8VW http://www.megaupload.com/?d=GRHPH7PQ http://www.megaupload.com/?d=I7GMAQDP http://www.megaupload.com/?d=NHNAKNM6 http://www.megaupload.com/?d=Z7HYKE6P অথবা সিংগেল লিংক: Click This Link আর ইংলিশ সাবটাইটেল: Click This Link  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.