YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU
(একমাত্র আমাদেরই নিজস্ব ব্যানার
এবারের ৪র্থ বাংলা ব্লগ দিবস ( ১৯ ডিসেম্বর ) একটু ভিন্ন করে শুধু দেশ ব্যাপীই নয় , বিশ্ব ব্যাপী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যন্ত জাঁকজমকপূর্ন ভাবে কিন্তু বাঙালি পরিবেশে ‘’ বাংলা ব্লগ দিবস ২০১২ আমেরিকা ‘’ (আমেরিকায় প্রথমবারের মত ) পালন করা হয়েছে। আগেই বিভিন্ন পোষ্টের মাধ্যমে বলা হয়েছিল যে আমেরিকায় ব্লগ দিবস পালন করা হবে আমেরিকায় সামহোয়্যার ইন ব্লগের হেডকোয়ার্টার , নিউইয়র্কের জ্যাকসন হাইটসের রুজেভেল্ট এভিনিউ ৭৩ এবং ৭৪ স্ট্রিটের মাঝখানে। । আর পাশের ফুড কোর্টে খাওয়া দাওয়া হবে।
জানা আপু এর আগে আমাকে অফিসের অ্যাডভাইসর হিসেবে নিয়োগ দেয়ায় আমি কিছু অ্যাডভাইস দেয়ার দায়িত্ব পালন করলাম। মূল দায়িত্বে ছিলেন নীরব নিলয়। তাকে অনেক হেল্প করেছেন বিপ্লব06, মুহাম্মদ আরীফ হোসাইন, শেখ মিনহাজ হোসেন, মেহেদী_বিএনসিসি ও রাফা।
অনুষ্ঠান যেহেতু ৫ টায় শুরু হওয়ার কথা তাই ২ ঘন্টা আগেই রওনা দিলাম। আমার বাসা থেকে দের ঘন্টার রাস্তা
ট্রেইনের জন্য ওয়েট করছি
উমম, অফিসটা যেন কোনদিকে।
ও, পেয়েছি।
ওয়াউ, জানা আপু ইজ নট লেইট
জানা আপু ফোনে কথা বলছেন। যাই একটু রান্না ঘর থেকে ঘুরে আসি। কিন্তু অন্যরা কোথায়? সব লেইট
রাফা ভাই দেখি কেক বানাচ্ছেন উনার স্পন্সরে বানানো কেক (থ্যাংক্স আ লট রাফা ভাই)। কিন্তু কেক তো বানানোর কথা জানা আপুর।
জানা আপুর কেক অসাধারণ!
"নিলয় কোথায়, রাফা ভাই? " "ও তো ঘুমিয়ে পড়েছে"
ওয়াউ, থটফুলরাইটস এম্পায়ার স্টেইটের ক্যপিটালের কাছ থেকে, মিনেসোটা মিনেসোটা থেকে, সীমানা ছাড়িয়ে ইন্ডিয়ানা থেকে, দায়িত্ববান নাগরিক টেক্সাসের কাছাকাছি কোথাও থেকে (উইথ ভাবী ), তৌফিক জোয়ার্দার, শেহাব, কলাবাগান১ বাল্টিমোর থেকে, রাগিব অনেক দূর থেকে, সিজার ক্যালিফোর্নিয়া থেকে, মোঃ মামুনুর রশীদ সিরাকিউস থেকে, ওয়াচডগ, অপ্রতিরোধ্য অভিযাত্রী (Tareq), এ্যরন কোন এক জায়গা থেকে এসে পড়েছেন সঠিক সময়ে। একজনও লেইট হন নি। উনাদের জন্য জোরে হাত তালি।
(লাজুক ব্লগাররা ছবি দিতে না করেছেন )
কিন্তু আমাদের নিউইয়র্কের ব্লগার রা কোথায়? জানা আপু কেক বানিয়ে ফেলেছেন। লেটস গো টু দা লিভিং রুম
নিউইয়র্কের ব্লগার বিপ্লব, মেহেদী, আরীফ হোসাইন, ভাবী উর্মি হোসাইন , ইফতেখার ভূইয়া, শেখ মিনহাজ হোসেন, সায়েদা সোহেলী আপু দেখি লিভিং রুম অনেক সুন্দর ভাবে গুছিয়ে ফেলেছেন।
লেটস কাট দা কেক। জানা অ্যান্ড কিন্নরি আর কাটিং দা কেক। এভেরিওয়ান ইজ ক্ল্যাপিং
আহ, কি মজার কেক। জানা আপু, অসাম নাউ জানা আপু উইল সিং আ সং অ্যান্ড কিন্নরী উইল প্লে দা পিয়ানো ( ঘরের বাম পাশে পিয়ানো দেখা যাচ্ছে )
জানা আপুর অসাধারণ রবীন্দ্র সঙ্গীত শুনে নিলয়ের ঘুম ভেঙ্গে গেছে
আমরা সবাই এখন ব্লগ ডে ও ব্লগিং নিয়ে জানা আপুর সাথে আলোচনা করলাম। নিউইয়র্কে সামুর অফিসটাকে আরো সমৃদ্ধ করার জন্য কয়েকজন ব্লগারকে দায়িত্ব দেয়া হল।
কিন্তু কারা সেটা বলা যাবে না। টপ সিক্রেট
সবাই কিছুটা ক্ষুধার্ত। ডিনারের টাইম হয়ে গেছে। লেটস গো টু আওয়ার এনাদার স্পন্সর "জ্যাকসন হাইটস ফুড কোর্ট"
কোথায় যেন ফুড কোর্ট টা? ওকে, কাউকে জিজ্ঞেস করি। ওহ, এটাই তো
বাইরে থেকে তো অর্ডিনারি মনে হচ্ছে।
ভিতরে গিয়ে দেখিত
ভিতরে তো অনেক সুন্দর। অনেক ক্ষুধা লেগেছে। চলেন, ডিনার শুরু করি।
আলাদীনের মিষ্টি, সবাই মিষ্টি মুখ করেন
সোডা, নো আইডি নো ড্রিঙ্ক
এখন সেই মাহেন্দ্রক্ষণ। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় রাত ৯ টা বেজে যাচ্ছে।
সবাইকে বাসায় যেতে হবে। সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আস্তে আস্তে বিদায় নিচ্ছে
টেক কেয়ার।
আজকে আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিকাল ৫ টার (বাংলাদেশ সময় ভোর ৪ টা) সময় বাংলা ব্লগ দিবস পালন করা হবে। কেউ যদি গুগল হ্যাং আউটের মাধ্যমে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে চান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন-
ইমেলঃ
আইডি- Md aktaruzzaman Biplob ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।