আমাদের কথা খুঁজে নিন

   

কীট-পতঙ্গ নিয়ে সাজানো আমার এবারের ফটোব্লগ। উৎসর্গ: ক্যামেরাম্যান ভাই, জাহিদুল হাসান ভাই, নিদাল, সুমন আর ব্লগের অন্য সব ফটোগ্রাফারদের।

A Hero will Rise Up Just In Time আমি সাধারনত মেঘ, গাছপালা, ল্যান্ডস্কেপ নিয়েই ফটোব্লগ দিয়ে এসেছি। সত্যি কথা বলতে কি, আমি তেমন কোথাও ঘুরতে যাই না। তাই ছবি তোলার ভালো কোন সাবজেক্টও পাইনা। বাসার মধ্যে যা পাই, সেটারই ছবি তুলি। আমার এবারের সাবজেক্ট কীট-পতঙ্গ। এগুলোও সবগুলোই যথারীতি আমার খুব সাধারন পয়েন্ট এন্ড শুট ক্যামেরায় তোলা। ছবিগুলো উৎসর্গ করলাম ব্লগের গ্রেট ফটোগ্রাফার- ক্যামেরাম্যান ভাই, জাহিদুল হাসান ভাই, নিদাল, সুমন আর ব্লগের অন্য সব ফটোগ্রাফারদের। জানিনা তাদের উৎসর্গ করার যোগ্য পোষ্ট হয়েছে কিনা। ১) ঘাসফড়িং ২) ঘাসফড়িং ৩) ফড়িং ৪)ফড়িং ৫) ফড়িং ৬) ফড়িং ৭) ফড়িং ৮) প্রজাপতি: ফুলের মধু সংগ্রহে ব্যাস্ত ৯) প্রজাপতি: ফুলের মধু সংগ্রহে ব্যাস্ত ১০) প্রজাপতি ১১) প্রজাপতি একটা বোনাস: ১২) টিকটিকির তেলাপোকা শিকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।