টেনে হিঁচড়ে ফিরিয়ে নিয়ে যাবো ফেলে আসা অতীতের দিনগুলোতে। বাতাসের চলার গতি রুদ্ধ করে বের করে আনবো ধূলো জমা বিবর্ন সময়টাকে। হাতের মুঠোয় ধরে থাকা ধারালো ছুরির ফলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করবো অসহায় মুহূর্তগুলো। তারপর... অট্টহাসিতে ফেটে পড়বে মুখোশের অন্ত ব্লগে রেজিস্টেশন করার অনেক আগে থেকেই ব্লগ পড়তাম। কিন্তু লেখালেখি কি জিনিস এই সম্পর্কে আমার কোন আইডিয়া ছিলনা বললেই চলে।
পোস্ট পড়ার পর মন্তব্য করার লোভ সামলাতে না পেরে ব্লগে আইডি খুলে ফেললাম। একসময় হালকা পাতলা কবিতা লেখার চেষ্টা করতাম আর তাই চিন্তা করলাম পোস্ট যদি দিতেই হয় তবে পুরোনো কবিতাগুলো নিয়ে দুই একটা পোষ্ট করবো। ব্লগে আজেবাজে লেখালেখি করতে করতে কবিতা আর পোস্ট করা হয়নি। এটা কবিতা না খবিতা কি হয়েছে নিজেই জানি না। (ব্যাপক কনফিউশনের ইমু হবে)।
তারপরও যে উদ্দেশ্য নিয়ে ব্লগিং জীবন শুরু করেছিলাম সেটা আজ করতে পেরে ভালো লাগছে।
লোকে বলে জীবনটা নাকি সরলরেখার মতো...
তোমারও কি তাই মনে হয়?
তাই যদি হয় তবে, কেন এত হাহাকার?
তবে কেনইবা এতো আর্তনাদ?
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে বারেবার।
এবার না হয় চর্মচোখে নয়
তোমার ঐ মনের চোখ দিয়ে চেয়ে দেখ
আর চিৎকার করে জানিয়ে দাও
যারা বলে জীবনটা সরল রেখায় চলে,
মুখে মুখে আমরা বিশ্ব জয় করে ফেলি
কিন্তু কয়জনইবা তার যথার্থতার প্রমাণ রেখেছে?
কয়জনেরইবা স্বপ্ন পূরণ হয়েছে
আর তাইতো ক্লান্ত হাতে
ঘোলাটে চোখে লিখে যাচ্ছি রাতভর
জানি না এ লেখার সমাপ্তি কোথায়
আদৌ কি তার কখনো সমাপ্তি হবে?
তোমাদের বোঝানোর এই বৃথা প্রচেষ্টার মৃত্যু হোক
মুখের মুখোশ খুলে নিতে পারি
কিন্তু মনের মুখোশ? সে তোমাদের অন্তরে
কি করে খুলব সেই ভয়ংকর দর্শন মুখোশ?
তা আজও জানা হল না আমার
তোমার লাবন্যময় মুখ পানে চেয়ে থাকার অভিপ্রায়ে
এই আমার শেষ আর্তি, মুখোশ খোল
এই শেষ অনুরোধ, একবার চেয়ে দেখ
মনের চক্ষুতে আলো জ্বালো, মুখোশ খোল
চেয়ে দেখ, মাত্র একটি বার...
ব্লগিং জীবনের অনেকটা সময়ের পর প্রথমে সামুতে এবং এরপর ফেইসবুকে তিনটা মানুষের সাথে পরিচয় হলো। খুব অল্প সময়ে তারা আমার খুব কাছের মানুষ হয়ে গেলো। এই পোষ্টটা সেই কাছের তিনটা মানুষ ব্লগার নীরব ভাই,শশী হিমু ভাই এবং ডেমোন ভাইকে উৎসর্গ করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।