আপনারা সবাই কেমন আছেন, আজ প্রায় অনেক মাস পর লিখতে বসলাম।
আমার একটি অ্যান্ড্রয়েড মোবাইলের দরকার ছিল, বাজারে অনেক মোবাইল কোনটা ছেড়ে কোনটা কিনব, আবার ব্র্যান্ডের কিনব না দেশি কিনব, চিন্তা করলাম একটা দেশি ব্র্যান্ডের মোবাইল কিনি, কারন একটা কৌতূহল ছিল ওয়ালটন ও সিম্ফনির উপর, তাই আর না ভেবে কিনে ফেললাম। আমি সবসময় পজিটিভ ভাবি। তাই আমার রিভিউটাও পজিটিভ হবে। আমি অনেকদিন ধরে মোবাইলটি ব্যাবহার করছি, এখন আমি ওয়ালটন প্রিমো জি ২ ভাল খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করব।
ফুল স্পেসিফিকেশ
ভাল দিক
4.5” (540*960) Capacitive full touch screen
1.2 ghz dual core qualcomm processor
Adreno 203 graphic
512mb ram
Android ICS
Wifi, bluetooh, 1800mah battery
খারাপ দিক
বেশীরভাগ সময় হাং হয়ে যায়।
এছাড়া আমি আর কোন খারাপ দিক দেখিনাই।
এবার আসি বিস্তারিত নিয়ে।
এর টাচ অসাধারণ আপনি ব্যাবহার করলেই বুঝবেন। যদিও সামসাং কিনবা সনির মত নয়।
তবে আপনি হতাশ হবেন না। এর বড় ডিসপ্লের কারনে আপনি যে কোন কাজ আরামে করতে পারবেন। সাথে আছে মাল্টি টাচ।
টাচ এবং ডিসপ্লের জন্য ১০/৯.৫
মোবাইলটির ছবিতে যেরকম, আসলে কিন্তু দেখতে তেমন না। এর কোয়ালিটি মোটেও খারাপ না।
দেখতে আসলে আরও বেশি সুন্দর। আপনি যদি হাতে নেন আপনার একবারও মনে হবেনা যে এটি মাত্র ১২.৬ হাজারের মোবাইল। কিন্তু এর এক্সট্রা ব্যাককভারগুলো তেমন সুবিধার না। আবার পিছনের প্রিমো লেখাটির কারনে দেখতে একটু খারাপ লাগে।
ডিজাইন ও কোয়ালিটিতে ১০/৮.৫
অ্যান্ড্রয়েড এর আসল মজা নেট ব্রাওজিং, এর ৪.৫ ইঞ্চি ডিসপ্লের কারনে আপনি আরামে নেট ব্রাউজ করতে পারবেন, আর যদি নেট এর স্পীড ভাল হয় তাহলে তো কথাই নেই।
আমি আমার ল্যাপটপের ওয়াইফাই এর সাহায্যে নেট চালিয়েছি এককথায় অসাধারণ। এবং আপনি এই মোবাইলকেও হটস্পট বানাতে পারবেন, আমি ট্রাই করেছি বাংলাদেশের মোবাইল অপারেটারদের কেমন স্পীড দেয় আপনারা ভালই জানেন।
নেট এর জন্য ১০/১০
আমি এটাতে টেম্পল রান, টেম্পল রান ২ ও হেভি আর্মড স্নাইপার খেলেছি কোন প্রকার লেগ ছাড়া। আমি আবার রেসিং গেম পাগল অনেক রেসিং গেম খেলছি, বেশ ভালই খেলা যাই, কিন্তু বেশীক্ষণ খেললে মোবাইল হাং হয়ে যায়।
গেমস এর জন্য ১০/৮
আমি এটাতে মেন ইন ব্ল্যাক ৩ এইচডি ৭২০p এ দেখেছি কোন প্রকার আটকানো ছাড়া।
এবং এর মিউজিক বলতে গেলে অসাধারণ এর তবে হেডফোনটি মোটামুটি মানের।
মুভি এবং মিউজিক এ ১০/১০
এর ক্যামেরা মোটামুটির মানের এর কোয়ালিটি ২এমপি ক্যামেরার মত। তবে চাইনিজের মধ্যে আমার দেখা সেরা ক্যামেরা। রাতের বেলাও আপনি সাধারন মানের ছবি তুলতে পারবেন, বোঝা যাবে যে এটা আপনি। এবং সামনের ক্যামেরার সাহায্যে আপনি স্কাইপেতে ভিডিও চ্যাট করতে পারবেন।
আমি ট্রাই করেছি, নেটের স্পীড থাকলে আপনি ভালভাবে চ্যাট করতে পারবেন।
ক্যামেরার জন্য ১০/৭.৫
এবং অন্যান্য দিকের মধ্যে ব্যাটারি লাইফ মোটামুটি মানের, আপনি একটানা গেমস আথবা নেট ব্রাউজিং ৩-৩.৫ ঘণ্টার বেশি চালাতে পারবেন না। যদি নরমাল ইউজার হন তবে আরামে একদিন যাবে, আর যদি বেশি চান তবে দিনে দুইবার চার্জ দিতে হবে।
এর প্রক্সিমেটি সেন্সর, এক্সসেলোমিটার সেন্সর ও লাইট সেন্সর পারফেক্ট কাজ করে।
আনটুটু বেঞ্চমার্ক
আপনি যদি নেট ব্রাউজিং, ছবি দেখা, গান শোনা, বা নরমাল গেম খেলতে চান তবে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে মোবাইলটি।
তবে ছবি তোলা বা গেমিং এর জন্য হলে, আমি আপনাদের বলব এটা আপনার জন্য নয়।
https://www.facebook.com/easines (my profile)
https://www.facebook.com/onlytrue.es (like this page)
Click This Link (fun group)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।