আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ আমাদের দেশি প্রতিষ্ঠান ওয়ালটন উদ্ধার কাজে নেমেছেন তার পুর্ণ শক্তি নিয়ে। আমরা অনেকেই জানতাম না ওয়ালটনের রয়েছে নিজেস্ব উদ্ধারকারী দক্ষ লোকবল ও যন্ত্রপাতী। তারা তাদের পুর্ণ শক্তি দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে এবং খাবার ও পানি দিয়ে সহায্য করে যাচ্ছে এবং এটা চালু থাকবে উদ্ধার কাজ শেষ হওয়া পর্যন্ত।
মুল খবর:
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের উদ্ধারে এগিয়ে এসেছেন ওয়ালটন হাইটেকের কর্মীরা। ওয়ালটন হাইটেক কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে ৬৫ জনের একটি দল হতাহতদের উদ্ধারে ছুটে গেছেন ঘটনাস্থলে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের প্রথম জেষ্ঠ্য অতিরিক্ত পরিচালক লে: কর্ন সেখানে গিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। ওয়ালটনের এই দলটি নিয়োজিত সেনাবাহিনীসহ অন্যান্য সরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভবনের নীচে চাপা পড়া মানুষকে উদ্ধার করছেন। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে পানি, সফট ড্রিংকস ও শুকনো খাবারও সরবরাহ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবারও ওয়ালটন হাইটেক থেকে ৭০ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। তারা সেখানে উদ্ধার কাজে সরাসরি নিয়োজিত হওয়া ছাড়াও পানি ও শুকনো খাবার সরবরাহ করছেন আহত ও তাদের স্বজনদের মাঝে। ওয়ালটনের এই দলটি রানা প্লাজায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে ধারাবাহিকভাবে কাজ করবেন বলে জানা গেছে।
তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।