আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ রানা প্লাজা ধসের ষষ্ঠ দিনেও উদ্ধারকারীদের সঙ্গে কাজ করছেন ওয়ালটন কর্মীরা। আজ সোমবার ওয়ালটন কর্মীরা ধসে যাওয়া ভবনের বাইরে উদ্ধারকারীদের নানা ধরনের সহায়তা দিচ্ছেন।
ষষ্ঠদিনে ভারি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ব্যাপক অভিযানে নেমেছেন উদ্ধারকারীরা।
প্রধানত ধবংসস্তুপ সরানো হচ্ছে। এজন্য স্বেচ্ছাসেবীদের ভবনের ভেতর থেকে বের করে আনা হয়েছে।
জানা গেছে, স্বেচ্ছাসেবীদের মধ্যে ওয়ালটন এবং এনার্জি প্যাকের লোকজন উদ্ধারকারীদের সেবা দিয়ে যাচ্ছেন।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের মোটর সাইকেল বিভাগের সহকারী প্রিন্সিপাল অফিসার মো. শহীদুজ্জামান বিশ্বাস জানান, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, সেচ্ছাসেবীসহ যারা উদ্ধার করছেন তাদের খাবার, পানি, স্যালাইন সরবরাহ করছেন তারা। আহতদের জন্য ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এছাড়া হতাহতদের আত্নীয়-স্বজনকে খাবারসহ অন্যান্য সেবা দিচ্ছেন। পাশাপাশি ছাতা, হাতপাখা সরবরাহ করা হচ্ছে।
আজ অবশ্য ওয়ালটনের ১২ জন কর্মী কাজ করছেন। তারা দুটি দলে ভাগ হয়ে প্রয়োজনীয় সেবা দিচ্ছেন।
তবে গত ৫ দিন ওয়ালটনের শতাধিক প্রশিক্ষিত কর্মী সরাসরি উদ্ধার ও অন্যান্য কাজে সহায়তা দিয়েছেন।
এসময় ওয়ালটন কর্মীদের মনোবল, তৎপরতা ও দক্ষতার প্রশংসা করেছেন সেনা কর্মকর্তারাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।