ইচ্ছা ছিল ১০-১২ জন মিলে হামহাম ঝর্নায় যাব । কিন্তু ইভেন্ট দেয়ার পর দেখি ৩২ জন হলো । যদিও ইচ্ছা ছিল না । তারপরও মৌসুমী ভৌমিকের গানের---তাই স্বপ্ন দেখবো বলে --আমি দুচোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি-- শুনে মনটাকে আর ধরে রাখতে পারলাম না । তাই সবাইকে নিয়েই যাচ্ছি ---ইভেন্ট এর বিস্তারিত ! আমাদের সবার নিরাপদ ও আনন্দময় ভ্রমণের দোয়া চাই সকলের কাছে । আমাদের প্রিন্সের তোলা কিছু ছবি দেখুন । আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো আমি শুনেছি সে দিন তুমি নোনা বালি তীর ধরে বহু দূর বহু দূর হেঁটে এসেছো আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যে দিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবেতো আমায় ? বলো নেবে তো আমায় ? আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে তোমরা স্বদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা , কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালবাসা না-ই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব ? বলো কোথায় গিয়ে ? বলো. কোথায় গিয়ে ? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখ এখনো গল্প লেখ গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোঁটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি আমি আর দু'চোখের গওভরে শুন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখবো বলে --আমি দুচোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি তাই স্বপ্ন দেখবো বলে --আমি দুচোখ পেতেছি হুম..........................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।