এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ এতোক্ষণে বুঝতে পারলাম কেনো গত ৭/৮ ঘন্টা ধরে মোবাইল থেকে ফেসবুক চ্যাট কাজ করছিল না! বলছিল পিসিতে বসে ফেসবুকের মেইন সাইটে গিয়ে ইন্সট্রাকসন ফলো করতে। পিসিতে বসে নোটিফিকেশনে ক্লিক করতেই যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছেড়ে বনবাসে যাবার প্রস্তুতি নিল প্রায়!! পাসওয়ার্ড বদলে নম্বর, আপার-কেস, লোয়ার-কেস, স্পেশাল ডিজিট দিয়ে এমন জগা-খিচুড়ী বানিয়েছি!; এখন নিজের পাসওয়ার্ডটা নিজের মনে থাকলেই হয়!! নিজেরে ভিআইপি ভিআইপি লাগতাছে! আমার পাসওয়ার্ডও চুরি করার জন্যেও তাহলে পিছনে লোক লাগে... প্রায় ২/৩ আগেও একই ধরণের ঘটনা ঘটেছিল। তখন করা হয়েছিল লস্ এঞ্জেলেসের দিকের কোন একটা জায়গা থেকে আর ব্রাউজার ছিল সাফারী!! এইবার টিপস্::: একাউন্ট সেটিংস্ এ গিয়া সিকিউরিটিজ্ ট্যাবে ক্লিক করে সবগুলা অপশন এনাবল করে রাইখেনগো ভাই। আমার মতো একজন "ম্যাঙ্গো পাবলিক" এর একাউন্টের যখন এই অবস্থা তখন আপনার-টার অবস্থাও যে খুব একটা ভাল হবেনা সেটা নিশ্চিতভাবেই বলা যায়!) -সবাই ভাল থাইকেন। হ্যাপ্পি হ্যাপ্পি বল্গিং...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।