আমাদের কথা খুঁজে নিন

   

ফোর্ড গাড়িতে সিডি প্লেয়ারের যুগ ফুরাল...

মন ভাল নেই... গাড়িতে বসেই ড্যাশবোর্ডের সিডি প্লেয়ারটি ছেড়ে গান চালু করেন অনেক চালক। কিন্তু পরিচিত এ দৃশ্যটিতে পরিবর্তন আসছে বলেই জানা গেছে। কারণ, গাড়িতে সিডি প্লেয়ার প্রযুক্তিটিই আর থাকছে না! গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড গাড়ির সঙ্গে বিনোদনের জন্য সিডি প্লেয়ার ধারণাটিকে পাল্টে দেবার ব্যবস্থা করেছে। খবর সিনেট-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফোর্ড তাদের গাড়ির চালকদের ডিজিটাল পদ্ধতি ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে।

এ পদ্ধতিতে, সিডি প্লেয়ারের বদলে চালক ফোর্ডের অনলাইন লাইব্রেরি থেকে গান শুনতে পারবেন। ফোর্ড কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রতিষ্ঠানটির নতুন ফোকাস মডেলের গাড়ির সঙ্গে যুক্ত হচ্ছে ডিজিটাল বিনোদন উপভোগ করার এ পদ্ধতিটি। এতে গাড়ির ড্যাশবোর্ডে সিডি প্লেয়ারের বদলে থাকবে ইউএসবি সকেট। সে সকেটে ওয়াইফাই ডিভাইস লাগিয়ে গান ডাউনলোড করা যাবে বা সঙ্গের আইপড বা অন্য কোনো মিউজিক প্লেয়ার থেকে গান শোনা যাবে। জানা গেছে, গাড়িতে সিনক্রোনাইজ পদ্ধতি হিসেবে থাকবে ‘ইনফোটেইমেন্ট হাব’।

তবে, আপাতত ইন্টারনেট থেকে এতে কেবল স্পটিফাই এবং অ্যাপলের আইক্লাউড লাইব্রেরির গানই শোনা যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।