সোনার হরিনের পেছনে ছুটছি। আমাদের দেশের কথা বলতেছি। বর্তমানে আমাদের দেশে মিডিয়ার অভাব নেই। যে এতটুকু একটা দেশ সে দেশে কতগুলো প্রতিষ্ঠিত টিভি এবং কতগুলো জনপ্রিয় পত্রিকা আছে। অন্যান্য প্রতিষ্ঠানের বেলায়ও আমরা এক ই ভাবে এগিয়ে।
যেমন: ব্যাংক,বিমা ইত্যাদি। আমরা মানষিকতার দিক থেকে ঠিক ততটাই পিছিয়ে আছি। তবে আসার বানি এই যে আজকাল মিডিয়ার জোরে অনেক অত্যাচারের ই বিচার পাচ্ছে সাধারণ মানুষ। আমি শুনেছিলাম যে কোনো এক অ্যামেরিকান বাংলাদেশ সফরে এসে বলেছিল যে, যে দেশে এত মিডিয়া আসে সে দেশে দূর্নিতী হয় কিভাবে। আমি ও তাই বলতে চাই।
আমি মনে করি মিডিয়া ইচ্ছা করলে সকল দূর্নিতীবাজ দেরকে ধরতে পারে। মিডিয়া শুধু বলে দিবে কোথায় কোথায় দূর্নিতী হচ্ছে। তারা আমাদের দেশের মন্তী,এম পি,সচিব থেকে শুরু করে কে কোথায় দূর্নিতী করে সেটা ঢালাও ভাবে প্রচার করবে। আর জন গন তার বিচার করবে। জন গন সরাসরি বিচার না করতে পারলেও ,ভোটের মাধ্যমে যে বিচার হয়,সেটা তো করতে পারবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।