মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের বিরুদ্ধে।
ট্রাইব্যুনাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুলাইমান নিলয় জানান, বুধবার সকাল পৌনে ১০টায় এই জামায়াত নেতাকে নিয়ে কেন্দ্রীয় কারাগারের একটি সাদা রঙের মাইক্রোবাস পুরাতন হাই কোর্ট এলাকায় পৌঁছায়। এরপর মুজাহিদকে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালের হাজতখানায়।
সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।