সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... রোম যখন আগুনে পুড়ছিল নিরো তখন নাকি বাঁশি বাজাচ্ছিল , বলা হয়ে থাকে ইতিহাস নিজেই আবর্তিত হয়......."হিস্টরি রিপিট্স ইট্সেল্ফ" গত পাচ দিনের ব্যাবধানে দুটি সংবাদের দিকে খেয়াল করুন : নয় সেপ্টেম্বর এর দৈনিক যুগসংঙ্খ : হাসিনার কাছে চির কৃতঙ্গ তরুন গগৈ......"বাংলাদেশকে ৩৫৭ একর জমি দিয়ে অসম পেল ১২৩৯ একর" আজকের কালের কন্ঠের সংবাদ : "শেখ হাসিনাকে সম্মাননা (ডক্টর অব ল) দিচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়" মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন ভারত থেকে ডক্টরেট ডিগ্রি আনতে যাচ্ছেন আমরা তখন ভারতের কাছে জমি হারাচ্ছি। যদি এমন হত পন্চাশ টা (৫০) ডক্টরেট ডিগ্রি বাগিয়ে নিতে পারলে একটা "নুবেল " অটোম্যাটিক্যালি হাতে এসে যায় তবুও নাহয় মানা যেত। কি এমন ক্ষতি এইসব তেল মার্কা ডক্টরেট ডিগ্রি না নিলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।