এতে মঙ্গলবার রাত থেকে বিপাকে পড়েছেন স্থানীয় সিএনজিচালিত যানবাহন সংশ্লিষ্টরা।
বুধবার সন্ধ্যা নাগাদ মেরামত কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস সঞ্চালন বিভাগের উত্তর জোনের উপ-ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পৌলি সেতুর পাশে নদীর নিচে থাকা পাইপ ফেটে গিয়ে প্রায় ১০ মিটার উচ্চতায় গ্যাস নির্গত হতে থাকে।
রাত ২টার দিকে এ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
এতে ওই অঞ্চলের পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে।
বুধবার সন্ধ্যার মধ্যে মেরামত কাজ শেষ হলে সবগুলো সিএনজি ফিলিং স্টেশন চালু হবে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।