আমাদের কথা খুঁজে নিন

   

কালিহাতীতে বরযাত্রী বহনকারী গাড়ি খাদে নিহত ১ আহত ৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আড়ালিয়া বাড়ী এলাকায় রবযাত্রী বহনকারী প্রাইভেটকার খাদে পড়ে গাড়িটির চালক মহাদেব সূত্রধর (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় রবসহ আহত হয়েছেন আরো ৪জন।

আজ রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। হতাহতদের প্রত্যেকের বাড়ি সিরাজগঞ্জের পৌর এলাকা গোশালা এলাকায়।

বন্ধুসেতু পূর্ব থানার ওসি মনির হোসেন জানান, সিরাজগঞ্জের পৌর এলাকা গোশালা এলাকার শ্রী আলো কুমার সূত্রধরের ছেলে সুমন কুমার সূত্রধর বিয়ে করার জন্য টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। বরযাত্রীকে বহনকারী প্রাইভেট কারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আড়ালিয়া বাড়ী এলাকা পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গাড়িটির চালক মহাদেব সূত্রধর মারা যায়।

এতে বর সুমন কুমার সূত্রধরসহ ৪ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।