আমাদের কথা খুঁজে নিন

   

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আব্দুস সাত্তার (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের কাইঞ্জ্যা বিলের কচুরি পানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস সাত্তার ওই ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের কান্দু মণ্ডলের ছেলে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন সাংবাদিকদের জানান, সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে কারো ফোন পেয়ে সাত্তার বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ বেলা সাড়ে ১১টায় বাড়ির এক কিলোমিটার দূরে কাইঞ্জ্যা বিলে কচুরি পানার নিচে তার লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  টাঙ্গাইল জেনারেল হাতপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, নিহতের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।