অনেকদিন পর আবার লিখলাম। লিখতে পারিনা, তাই বলে চেষ্টা এখনো ছাড়ি নাই!!!! (বছর ঘুরে আবার একটি বিশেষ দিনে বিশেষ একজনের জন্যে কবিতাটি লেখা) একাকী বিষণ্ন এক রাত কাটিয়ে ভোর দেখেছি অশ্রুজলে, আজ আমাকে কেউ ডাকেনি আলতো ছোঁয়ায় আমায় ডাকার কেউ ছিলোনা। শুভ্র সকাল কাটিয়ে নীরব এঁকেছি তোমায় আপন মনে, বিষ্মিত আজ কেউ দেখেনি কাজল চোখে আমায় দেখার কেউ ছিলোনা। অলস দুপুর আনমনে-তে বাউন্ডুলে এই হেটেছি একা, নুপুর পায়ে কেউ হাটেনি পথ চলায় আজ আমার পাশে কেউ ছিলোনা। ধূসর বিকেল একলা আমি স্তব্ধ আজ দুরন্তপনা, খুনসুটি তে কেউ মাতেনি আমার সাথে মাতোয়ারা আজ কেউ ছিলোনা। নৈশব্দের সন্ধ্যাবেলা স্পর্শকাতর কোমলতায় ভালোবেসে হাত ধরেনি আমার হাতে হাত রাখার আজ কেউ ছিলোনা। ০৯.০৯.২০১১ রাত ২ : ১৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।