আমার এই পথ চাওয়াতেই আনন্দ
অনেক দিন ধরেই নানা কারনে কোন গান শোনা হয়ে উঠছে না। আজ প্রায় এক মাস পরে রাতে একাকী গান শুনতে পারছি। গান ছাড়া জীবনটা কতই না নিরস হত! গানের কথার মত কিছু সময় যদি বাস্তবেই পাওয়া যেত তবে হয়ত ক্লান্তি বলে কিছুই রইত না। রেজওয়ানা চৌধুরী বন্যার কন্ঠে অতুল প্রসাদের "বঁধুয়া নিঁদ নাহি আঁখি পাতে" গানটা শুনছি এখন। গানের শুরুটা এমন, " বঁধুয়া নিঁদ নাহি আঁখি পাতে, আমিও একাকী, তুমিও একাকী, আজি এ বাদলও রাতে।
" এই ঋতুতে এখন বৃষ্টি ঝরে, সময়টা এখন রাত্রী। এমন পরিবেশে যদি কেউ থাকত সঙ্গী হয়ে। গানটা শুনতে শুনতে তাঁকিয়ে রইতাম তার আঁখি পানে। সব ক্লান্তি হয়ত উড়ে যেত, জীবন ফুটে উঠত নবীন আনন্দে।
আজ এ রাতটা আমার একাকীই কাটবে।
হয়ত সঙ্গী থাকলেও রাতটা এমন ভাবে ফুটিয়ে তুলতে পারতাম না। এ ক্ষমতা শুধু কবির হাতেই আছে। আমি বড় জোর শ্রোতা হিসেবে গানটা সবাইকে উপহার দিতে পারি। হয়ত কারো ভাল লাগবে।
বঁধুয়া নিঁদ নাহি আঁখি পাতে,
আমিও একাকী, তুমিও একাকী
আজি এ বাদলও রাতে
নিদ নাহি আঁখি পাতে।
ডাকিছে দাদরি মিলন তিয়াসে
ঝিল্লী ডাকিছে উল্লাসে
পল্লীরও বঁধু বিহরি বঁধুরে
মধুর মিলনে সম্ভাসে।
আমারো যে স্বাদ বরষার রাত
কাটাই নাথেরও সাথে
নিঁদ নাহি আঁখি পাতে।
গগনে বাদল নয়নে বাদল
জীবনে বাদল ছাইয়া
এসহে আমার বাদলেরও বঁধু
চাতকিনী আছে চাহিয়া।
কাঁদিছে রজনী তোমার লাগিয়া
সজলি তোমার জাগিয়া
কোন অভিমানে হে নিঠুরও রাত
এখনও আমারে ত্যাগিয়া
এ জীবনও হার হয়েছে অবহ
সপিব তোমার হাতে। ।
নিঁদ নাহি আখি পাতে
আমিও একাকী তুমিও একাকী
আজি এ বাদল রাতে
নিদ নাহি আখি পাতে।
~~বঁধুয়া নিঁদ নাহি আঁখি পাতে~~
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।