আমাদের কথা খুঁজে নিন

   

একাকী পথ চলা

আমি আকাশ নীলীমায় ঘেরা বহুপথ পাড়ি দিয়ে এলাম আরও বহুদুর হবে যেতে, কে হবে মোর সাথী একাকী এই পথে! যদি থাক মোর সাথে বাড়িয়ে দিও দুহাত- প্রার্থনা করি, ‘হে খোদা! অকালে করোনা জীবনপাত!’ আমি যে বড় একাকী তুমি জানো হে অন্তর্যামী লাঘব করো মোর যাতনা তুমি যে ত্রিভূবন স্বামী! বহুদূর পাড়ি দিতে হবে আমি যে বড় একাকী- যদি না ধরো হাত কিভাবে যাবো আমি? সম্মুখে দুর্গম পথ কিভাবে দিবো পাড়ি? মাঝপথে এসে তুমি দিও না যেন আড়ি! তোমার ভুবনে খোদা যদি হই অযোগ্য- নিয়ে যেও তুমি মোরে দিও পরম আরোগ্য! কেউ ত বোঝে না আমি কি যে বলি- বহুদূর পথ আমি একাকী তাই চলি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।