বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। দীর্ঘদিনের পুরনো ৪০ জিবি হার্ডডিস্ক আর সেলেরন প্রসেসর এর ডেস্কটপ পিসি গত সপ্তাহে পুরোপুরি মারা যাওয়ায় গতকাল ব্ল্যাকবেরি ফোন কেনার জন্য নিজের জমানো টাকায় নতুন ল্যাপটপ কিনে ফেললাম ইচ্ছা ছিলো এইচ পি এর কোর আই ফাইভ কিনবো, আব্বুকে বলতে গিয়ে তার চোখের আগুনে বেগুন ভর্তা হয়ে টাকা চাইতে সাহস পেলাম না। শো-রুম থেকে কিনি নাই, ইংল্যান্ড থেকে এলাকার এক পুচকার জন্য পাঠানো ল্যাপিটাই কিনলাম, আগাগোড়া ভয়েড স্টিকার লাগানো ছিলো আসুস A42F সিরিজ হার্ডডিস্কঃ ৩২০ জিবি প্রসেসরঃ ইন্টেল কোর আই ৩ র্যামঃ ২ জিবি ১৪'' ডিসপ্লে সাথে ফ্রি পেলাম মাউস, মনিটর ক্লিনিং কিট, হেড ফোন, ব্যাগ, দশটা ব্ল্যাঙ্ক ডিভিডি আর ল্যাপটপ কুলিং প্যাড আর ডেল'র স্টিকার মারা একটা রিসিভার নামক আজব জিনিস ৩০,০০০ দিসি, আরো ২,০০০ দিতে হবে কুলিং প্যাড কালো রঙের টা আসেন চকলেট খাই আর দোয়া করি যেন নস্ট না হয়, তাইলে আবার ইংল্যান্ডে পাঠাতে হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।