...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............
আমার পুরাতন আসুস A6000F মৃত্যুর প্রহর গুনছে। প্রায় ৪ বছর দিন রাত ভালই সার্ভিস দিয়েছে। দিনে কাজ, বিকেলে মুভি, রাতে ডাউনলোড।
কিন্তু এখন এটার চার্য থাকেনা, স্কিনে সমস্যা।
আমি নতুন ল্যাপি কিনতে চাই বাজেট ৮০,০০০টাকা।
ম্যাক বুক কিনতে চাইছিলাম কিন্তু এর ফাংশন/ওএস তো বুঝি না।
সফটোয়ার সব নাকি কেনা লাগে। এর জন্য কি আই.ডি.এম. আছে??
নাকি অন্য ব্রান্ড ভাল হবে?? প্লিজ সবাই একটু হেল্পান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।