অবাক হৃদয় আল্ট্রাবুক সিরিজের ল্যাপ্টপ গুলো সম্পর্কে আইডিয়া থাকলে (কোথায় পাওয়া যায়, প্রাইস ইত্যাদি) শেয়ার করেন। আসুসের আল্ট্রাবুকঃ জেনবুক (http://zenbook.asus.com ) সিরিজের ল্যাপ্টপ গুলো নেটে দেখে খুব ভালো লাগলো। ইতিপূর্বে একটি এসার ল্যাপ্টপ ইউস করতাম। কিন্তু কিনার পর থেকে নানা ঝামেলায় ভুগতে ভুগতে এখন একেবারেই নস্ট। বাজেট ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। আরেকটি কথা। এপল মেকবুক এয়ার বা প্রো তে কি একিসাথে ম্যাক ও ইউন্ডোস ইউস করা যায়? ভাইজানেরা এই বাজেটে কোন ল্যাপ্টপ নিলা ভাল হবে - হেল্পান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।