আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মজাদার জোক্স/২

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com সোনাঃ জানিস আমার বাবা না খুব ভীতু । রিনাঃ কেন ? সোনাঃ যখনই রাস্তা পার হন তখনই আমার হাতটা শক্ত করে ধরে বলেন ‘খবরদার হাত ছেড়ো না’ । মিস অবাক হয়ে একদিন রিমিকে বলেন ‘কি ব্যাপার রিমি তুমি একটা কানে তুলো দিয়ে এসেছ কেন? রিমি উত্তর দিল; মিস আপনি আমাকে বলেছিলেন যে, আমাকে যাই বলা হয়, সবই আমার এক কান দিয়ে ঢোকে অন্য কান দিয়ে বেড়িয়ে যায় । তাই একটা কানে তুলো গুঁজে এসেছি । ডাক্তারবাবু ভোলাকে বলল, ‘এই ঔষধটা দিনে চার চামচ খাবে’ ।

ভোলা মাথা চুল্কাতে চুল্কাতে বলল, ‘কিন্তু আমার বাড়িতে তো তিনটে চামচ আছে’ । ক্লাসের সব ছাত্রকে শিক্ষক একটা ক্রিকেট ম্যাচের উপর প্রবন্ধ লিখতে দিলেন । বাবলু ছাড়া সবাই লিখতে ব্যস্ত । বাবলু শুধু লিখল, ‘বৃষ্টির কারণে কোনো ম্যাচ হয়নি । একজন টিউব লাইটের কাছে হাঁ..করে দাঁড়িয়ে আছেন ।

কেন জানেন ? কারণ, তার পেট খারাপ হওয়ায় ডাক্তারবাবু তাকে পরামর্শ দিয়েছেন, ‘আজ লাইট খাবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।