এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/
ইংরেজী বর্ণমালার ২৬ বর্ণই রয়েছে এমন একটি বাক্য হচ্ছেঃ
A quick brown fox jumps over the lazy dogs
এরমক আরো কোনো মজাদার বিষয় আপনার জানা আছে?
থাকলে এখানে শেয়ার করুন।
যেমনঃ কাকের কাকলী...
কলিকাতার কবিভাবাপন্ন, কাব্যানুরাগী কানাই কর্মকারের কোমলকন্ঠি-কাজলাঞ্জন কনিষ্ঠা কন্যা কাকলী কর্মকার, কপাল কুঞ্চিত করিয়া কঙ্কন কচলাইয়া কচলাইয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কোমল কন্ঠে কহিলো-
কাকা, কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কতিপয় কালো কাক, কোকাইতে-কোকাইতে কোন কারণে, কুলক্ষণে কা-কা করে?
কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে?
কুহেলী কালো কাকেদের কাকাবা কে?
কটুভাষী, কৃপণ কেদার কাকা কটাক্ষে কটমট করিয়া কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো? কোকিল কুহু কুহু করিলেও কাক কা-কা করিবেই, কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে। ক্লিষ্ট-কপট-কটু কণ্ঠি কালো কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য।
কাকেদের কাকা কোনো কালেই কেহনা।
QUEUE। উচ্চারণটা কি হবে? হবে 'কিউ'। এটি ইংরেজির একমাত্র শব্দ যেটিতে প্রথম অক্ষরের মত পুরো শব্দের উচ্চারণ।
ইংরেজীতে widow শব্দটিই একমাত্র স্ত্রী লিংগ শব্দ যে তার পুং লিংগ শব্দের চেয়ে ছোটো। ও এর পুং লিংগ হলো widower
A E I O U" তাদের সিরিয়াল ঠিক রেখেই উপস্থিত আছে।
abstemious, adventious , facetious, acheilous, anemious, caesious, annelidous(biological term), arsenious(chemical term)...
এরকম আরও শব্দ আছে.....
আগে থেকে পড়লেও যা শেষ থেকে পড়লেও তা-ই।
নয়ন
দরদ
কনক
নতুন
মাহিমা
রমাকান্ত কামার।
একটি প্যারাডক্স দিচ্ছি......
নিচের বাক্যটি সত্যি
উপরের বাক্যটি মিথ্যার
ইংরেজীতে একটিই মাত্র শব্দ আছে, যার মধ্যে পাশাপাশা একই অক্ষর দুইবার আছে। এবং এরকম তিনটি অক্ষর আছে। সেটি হলোbr /> Bookkeeper
ইংরেজীতে একটিই শব্দ আছে যার মধ্যে একই vowel ছয়বার আছে।
সেটি হলোbr /> indivisibility
Typewriter সবচে' বড় ইংরেজি শব্দ যা কি-বোর্ডের শুধু একটি সারির অক্ষর দিয়ে লেখা যায়।
FOUR অর্থ চার। আর এতে অক্ষরও আছে চারটি। ইংরেজী বাংলা আরবীতে এরকম আর কোন শব্দ নেই।
তবে প্রায় এই রকমের আরেকটা আছে- "million" = ১০,০০,০০০।
এখানে million লিখতে লাগে ৭টি বর্ণ আর অংকে লিখতে লাগে ৭টি অংক।
আমার জানা মতে
বাংলা ব্যাঞ্জন বর্ণের
ঙ, ঞ, ঢ়, ড়, য় ৎ, ং, এবং ঃ দিয়ে কোনো শব্দ শুরু হয়নি।
আর "ণ" দিয়ে হাতে গোনা অল্প কিছু শব্দ রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।