বুধবার দুপুর সোয়া ১২টার দিকে হরিণ শাবকটি প্রসব হয়। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, মা ও বাচ্চা হরিণটি সুস্থ রয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঁচটি সাম্বার হরিণ রয়েছে। এর মধ্যে কাজলের বয়স ১১ বছর এবং লাইলীর বয়স আট বছর।
ডা. মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি কাজল-লাইলীর দ্বিতীয় সন্তান।
গত বছরের ১৫ জুন এ দম্পতি প্রথম শাবকের জন্ম দেয়।
সাম্বার হরিণ সর্বোচ্চ চার থেকে পাঁচ ফুট পর্যন্ত উচুঁ এবং ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয়।
এ প্রজাতির হরিণ প্রতিবছর একটি করে বাচ্চা প্রসব করে জানিয়ে ডা. মোর্শেদ বলেন, এ ধরনের হরিণের গর্ভকাল হয় সাত থেকে আট মাস।
আগে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সাম্বার হরিণ পাওয়া গেলেও বর্তমানে তা বিলুপ্ত প্রায়।
বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও মিয়ানমারের পাহাড়ি এলাকা এ ধরনের হরিণের আবাসস্থল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।