তিনবিঘা করিডর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজানুর রহমান সন্ধ্যা সাতটার দিকে এ কথা জানিয়েছেন। এর আগে দুপুরে লালমনিরহাটে ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন ব্যাটালিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ থেকে করিডর খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেন। কর্নেল আসলাম বলেন, দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের জন্য তিনবিঘা করিডরটি আজ সন্ধ্যা ছয়টা থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে। তিনি বলেন, তিনবিঘা করিডরের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার এসি ভবেশ কুমার বিজিবিকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ছিটমহল সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজানুর রহমান বলেন, ‘বহুল প্রত্যাশিত তিনবিঘা করিডরটি ২৪ ঘণ্টা খোলা রাখার খবর জানার পর এখন আমাদের আনন্দের মাত্রা পরিপূর্ণতা পেল।’ আঙ্গরপোতা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, এখন বাংলাদেশ সরকারের দেওয়া সব নাগরিক সুযোগ-সুবিধা যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে হবে। এদিকে দীর্ঘদিন পর প্রাণের দাবি পূরণ হওয়ায় ছিটমহল সংগ্রাম কমিটির পক্ষ থেকে বিজিবি ও বিএসএফ সদস্যদের মিষ্টিমুখ করানো হয়েছে। ১৯৯২ সালের ২৬ জুন এক ঘণ্টা পরপর বিরতি দিয়ে তিনবিঘা করিডর প্রতিদিন ছয় ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়। সূত্রঃ প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।