নীল পাগলের দেশ থেকে এটি সম্পূর্ণ একটি গবেষণা এবং আনন্দ মূলক পোস্ট এর সাথে বাস্তবের কোনো মিল নেই ।
ধরুন তিস্তায় জীবনেও আর পানি পাওয়া গেল না তখন কি কি পদক্ষেপ সরকার নিতে পারে :
১. মরুভূমি তে আরবের শেখরা যেমন শিশুদের নিয়ে উটের জকি খেলে সেরকম আমরাও তিস্তার বুকে দেশের সব দুর্নীতিবাজ দের নিয়ে গরুর পিঠে একটি জকি খেলার আয়োজন করতে পারি । যেই টাকা পাবে তিস্তা গ্রামবাসী ।
২. ফর্মুলা one এর মত আমরা ওখানে একটা racing এরিয়া হিসাবে ঘোষণা করতে পারি । যেখানে ২ আবুল রাস্তা বানাবে এবং ইনভেস্ট করবে ।
এবং যার নাম হবে তিস্তা রেসিং ।
৩.হলিউড, বলিউড ঢালিউড সবার জন্য একটি আদর্শ শুটিং স্পট বানাতে পারি । যেখান থেকে বছরে বিপুল টাকা আসা সম্ভব।
৪. লাস ভেগাস এর মত ওখানে এশিয়ার সর্ব বৃহত জুয়ার আড্ডা গড়ে তুলতে পারি যার নাম হবে তিস্তা ভেগাস । সরকারের রাজস্বের কথা একবার ভাবুন ।
৫ ভারত সরকার কে পল্টি মারতে পারি যে তিস্তার নিচে বিপুল পরিমান সম্পদ পাওয়া গেছে, তাই আমাগো পানির দরকার নাই এতে ওরা ভয় পেয়ে পানি ছেড়ে দিবে ।
ভাইরা এগুলা সব আমার কাল্পনিক চিন্তা ভাবনা, দয়া কইরা মন্তব্য করবেন কিন্তু গালি দিয়েন না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।