আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি প্রধানমন্ত্রী থাকাকালে যখন ভারতে গিয়েছিলেন, তখন তো পানি নিয়ে কথা বলতেই ভুলে গিয়েছিলেন। এখন তিস্তার পানি ঘোলা করে টাকি মাছ ধরার চেষ্টা করছেন কেন?’ আজ বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘সরকারের সফল কর্মসূচি ও বিএনপি-জামায়াতের অপপ্রচার’ শীর্ষক আলোচনা সভায় মহীউদ্দীন খান এসব কথা বলেন। মহীউদ্দীন খান আরও বলেন, ‘তিস্তার পানি চুক্তি হয়নি তাতে কি সব পানি ভারত নিয়ে গেছে? চুক্তির ব্যাপারে আমরা যে অবস্থায় ছিলাম এখন সেখানেই আছি। নিচে নামিনি। সামনে আরও এগিয়ে যাওয়ার সুযোগ আছে।’ অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সাবেক প্রধান বিচারপতি সম্পর্কে বেগম খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন তা দুর্ভাগ্যজনক। প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া নিজের দুই ছেলে ও যুদ্ধাপরাধীদের বিচার বিঘ্নিত করার জন্যই বিচার বিভাগকে বিতর্কিত করতে চান। সাবেক প্রধান বিচারপতি সম্পর্কে তাঁর (খালেদা জিয়া) অবান্তর কথাগুলো প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা করতে খালেদা জিয়াকে আহ্বান জানান তিনি। নইলে তাঁকে আদালত অবমাননার সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।