আমি মানুষ না অণুজীব কইতাম পারতাছিনা। ইউটিউবে আপলোড করলাম মিলার নতুন গান "ঈশ্বর জানে"।
।
এই "মিলা" আমাদের খোলামেলা উদ্দাম মিলা নয়। এই গানটিতে মিলাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে।
প্রায় তিন বছর পর মিলা আসলেন নতুন রূপে।
পোশাক-আসাকে্র মাধ্যমে যারা আমাদের পুরনো মিলাকে খুঁজতে যাবেন তারা ভুল করবেন।
নিজের নতুন একক অ্যালবাম প্রকাশের প্রাথমিক প্রস্তুতি হিসেবে শুরুতে একটি গানের ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন মিলা। তাঁর নতুন অ্যালবামের নাম ‘আন-সেন্সরড’। অ্যালবামের সব কটাি গানই পুরোপুরি তৈরি হয়ে গেছে।
নিজের স্টুডিও দি এক্সপেরিমেন্টে গত তিন বছর পুরো অ্যালবামের কাজ করেছেন মিলা।
মিলার নতুন একক অ্যালবামের ‘ঈশ্বর জানে’ গানের মিউজিক ভিডিও দেখুন এখানে ক্লিক করে ।
অথবা সরাসরি এখানেই দেখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।