আমাদের কথা খুঁজে নিন

   

বিজেএমসিকে হারিয়েছে জাতীয় দল

৪৯ ও ৮১ মিনিটে দুই গোল করে ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ জাতীয় দলের জয়ের নায়ক। ৭২ মিনিটে পেনাল্টি থেকে অন্য গোলটি করেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। তবে খেলা শেষে ফরোয়ার্ড মোবারক হোসেনের সবচেয়ে বেশি প্রশংসা করেন জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মোবারকের দুটো দুর্দান্ত পাস থেকে দুই গোলের জন্ম। ডি ক্রুইফ বলেন, “মোবারক শুধু নিজেই ভালোই খেলেনি, দলকেও উজ্জীবিত করতে বড় ভূমিকা রেখেছে।

তার গতি ও পায়ের কাজ অসাধারণ। ” তবে পুরো দলের পারফরম্যান্স ডি ক্রুইফকে সন্তুষ্ট করতে পারেনি। তিনি বলেন, “প্রথম ৪৫ মিনিট খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে দ্বিতীয়ার্ধে দল ভালো খেলেছে। কয়েক জন খেলোয়াড় বদল করায় দলের খেলায় গতি বেড়েছে।

” “প্রথমার্ধে রক্ষণভাগের কিছু ত্রুটি ছিল দৃষ্টিকটু। মিডফিল্ডাররাও তেমন ভালো করতে পারেনি। তবে আক্রমণভাগ বেশ ভালো খেলেছে। ” দলকে নিয়ে অবশ্য তিনি আশাবাদী। এ প্রসঙ্গে ডি ক্রুইফ বলেন, “ছেলেরা প্রতিদিন একটু-একটু করে উন্নতি করছে।

প্রতিদিনই তারা কিছু না কিছু শিখছে। এটা দলের জন্য ভালো লক্ষণ। ভবিষ্যতে এটা কাজে আসবে বলেই আমার বিশ্বাস। ” জাতীয় দলের জন্য সুখবর, বৃহস্পতিবার ঢাকায় আসছেন জার্মানি প্রবাসী ফুটবলার রিয়াসাত রহমান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।