আমাদের কথা খুঁজে নিন

   

বিজেএমসিকে হারিয়ে যৌথভাবে শীর্ষে আবাহনী

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মতো আবাহনীরও পাঁচ ম্যাচ থেকে সংগ্রহ ১৩ পয়েন্ট।

আগের ম্যাচে নবাগত উত্তর বারিধারাকে ৭-০ গোলে হারানো বিজেএমসি ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর জয়ের নায়ক তরুণ মিডফিল্ডার জামাল হোসেন। চতুর্থ মিনিটে ঘানার স্ট্রাইকার ওসই মরিসনের ক্রস থেকে বল পেয়ে কোনাকুনি শটে পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নদের জয়সূচক গোলটি করেন তিনি।

অবশ্য এই গোলের পেছনে বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলের ভুলের দায়ভারও কম নয়।

জামালের শটে তেমন গতি না থাকলেও বল তার পায়ের নিচ দিয়ে জালে চলে যায়।

যদিও খেলার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বিজেএমসি। কিন্তু গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার পাস থেকে স্ট্রাইকার আমিনুর রহমান সজীবের প্লেসিং শট গোলরক্ষকের হাতে লেগে বাইরে চলে গিয়ে রক্ষা করে আবাহনীকে।

বিরতির আগে সমতা ফেরানোর দুটো দারুণ সুযোগ নষ্ট করে বিজেএমসি। ২২ মিনিটে ডিফেন্ডার শাকিল আহমেদের ক্রস থেকে সজীবের হেড ক্রস বার ঘেঁষে বাইরে চলে যায়।

৩৬ মিনিটে বানগুরার ক্রসে সজীবই বলে পা ছোঁয়াতে ব্যর্থ হলে গোলের দেখা পায়নি বিজেএমসি।

৭৬ মিনিটে খান মোহাম্মদ তারার অসাধারণ ফ্রি-কিক সাইড বারে বাধা পেলে আরেকবার হতাশ হতে হয় বিজেএমসিকে।

আবাহনীও কয়েকটি সুযোগ নষ্ট করেছে। ৭১ মিনিটে ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ক্রস ধরে বিজেএমসির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মরিসন। হিমেলের মাথার ওপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন তিনি।



৭ মিনিট পর আবাহনীর আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। গত লিগের সর্বোচ্চ গোলদাতা মরিসনের শট বাধা পায় সাইড বারে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।