আমাদের কথা খুঁজে নিন

   

বিজেএমসিকে হারিয়েছে মুক্তিযোদ্ধা

আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করা মুক্তিযোদ্ধার দুই ম্যাচ থেকে সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে বিজেএমসির পয়েন্ট ৩। প্রথম ম্যাচে ফেনী সকার ক্লাবকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় মিনিটেই মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন মিডফিল্ডার শফিকুল ইসলাম বিপুল। বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।



১৯ মিনিটে বিজেএমসি সমতা ফেরাতে পারতো। কিন্তু মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের ফ্রি-কিক থেকে নাইজেরীয় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর হেড ক্রস বার ঘেঁষে বাইরে চলে গেলে হতাশ হতে হয় তাদের।

৪০ মিনিটে পারভেজেরই নেয়া ফ্রি-কিক থেকে স্ট্রাইকার আমিনুর রহমান সজীবের হেড ক্রস-বারে লেগে ফিরে এসে আবার হতাশ করে বিজেএমসিকে।

এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। বিরতির ঠিক আগে মিডফিল্ডার মারুফ আহমেদের কর্নার থেকে ডিফেন্ডার এলিটা বেঞ্জামিনের ভলি ২-০ গোলে এগিয়ে দেয় মুক্তিযোদ্ধাকে।



তবে দুই গোলে পিছিয়ে পড়লেও বিজেএমসি হতোদ্যম হয়ে পড়েনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা। তার সুফল পেতেও বেশিক্ষণ লাগেনি।

৬০ মিনিটে ইলিয়াসুর অসাধারণ এক গোল ব্যবধান কমিয়ে আনে। ওমর ফারুক বাবুর বাড়ানো বল ধরে বক্সের বাইরে থেকে আচমকা শটে গোল করেন ইলিয়াসু।



তবে এরপর বিজেএমসি অনেক চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি। রক্ষণাত্মক হয়ে পড়া মুক্তিযোদ্ধা তাদের সব আক্রমণ প্রতিহত করে জয়ের আনন্দে মেতে ওঠে।

হারের যন্ত্রণায় বিদ্ধ বিজেএমসির জন্য অস্বস্তিকর খবর, বেতন বকেয়া থাকার কারণে গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা ও ক্যামেরুনের ডিফেন্ডার জিন জুলেস ইকাঙ্গা নিয়মিত অনুশীলনে আসছেন না। তাই নির্ভরযোগ্য হলেও মুক্তিযোদ্ধার বিপক্ষে তাদের খেলানো হয়নি বলে জানিয়েছেন বিজেএমসির কোচ আলী আসগর নাসির।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।