আমাদের কথা খুঁজে নিন

   

পার্বত্যাঞ্চলে সন্ত্রাস এবং মনমোহন দাদাদের দায়

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে বাংলাদেশ সরকার ভারতের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামীদের ধরে ধরে ভারত সরকাররের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টা এতই আন্তরিকতার সাথে করা হয়েছে যে মনমোহন দাদাও কৃতজ্ঞতাবোধ করেছেন। সেই সাথে বাংলাদেশের জন্য কিছু একটা করার দায় অনুভব করছেন বলেও মন্তব্য করেছিলেন, বাংলাদেশে আসার আগে প্রথমআলোর সম্পাদককে দেয়া এক সাক্ষাৎকারে। সেই সাথে বলেছিলেন, বাংলাদেশের জনগণের প্রতি আমার (মনমোহনের) বার্তা হবে, আমাদের দেশে বাংলাদেশের মানুষের জন্য রয়েছে গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান। কিন্তু গতকালের নানা নাটকীয় ঘটনার পর স্বাক্ষরিত এবং প্রত্যাশিত কিন্তু ঝুলে যাওয়া বিষয়গুলোর খতিয়ান দেখে এখন দুই দেশের কূটনৈতিক, বুদ্ধিজীবী এবং আমলা কেউ আর সেই সব মধু মাখা কথার প্রতিফলন খুঁজে পাচ্ছেন না!! সত্যিই ভারত আমাদের পরীক্ষিত বন্ধু!!! আমাদের পাহাড়ে তৎকালীন শান্তিবাহিনী এবং বর্তমানে সশস্ত্র সন্ত্রাসীদের ভারত কর্তৃক অস্ত্র, শেলটার, ট্রেনিং ও অন্যান্য সুবিধা দেয়ার বিষয়টি ওপেন সিক্রেট হলেও সে ব্যাপারে তারা কোন দায় অনুভব করেন কিনা আমরা সেটাও জানি না। সবই হয়ত উচ্চমার্গের বন্ধুত্বের বিষয়, যা বোঝার ক্ষমতা হয়ত আমার মত সাধারণ মানুষদের নাই!! গওহর রিজভীর মত অভিজ্ঞ এবং দেশের ত্রাণকর্তারাই এটা ভাল বুঝবেন!! ইচ্ছে করে তাদের মুখ থেকেই শুনার, কিন্তু সে ভাগ্যও আমাদের নাই!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।