আমাদের কথা খুঁজে নিন

   

ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরবত কোথায় গেল??

মাস্টার্স । ঢাকা বিশ্ববিদ্যালয় । ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরবত কোথায় গেল?? বাংলাদেশের ক্রীড়া জগতে এক বিরক্তিকর ধারাভাষ্যকারের নাম এটি । এমন কোন খেলা নাই যেখানে তার অসহ্য ভুলে ভরা ধারাভাষ্য নাই সেটা ক্রিকেট , ফুটবল , হকি, কাবাডি কিংবা গোল্লাছুট হোক না কেন । আজ আর্জেন্টিনা নাইজেরিয়া ফুটবল ম্যাচ যেহেতু টিভিতে দেখব ঠিক করেছিলাম তখন থেকেই টেনশন এ ছিলাম না জানি ওই পরচুলা পরা টাক মাথার শরবত এর ধারাভাষ্য শুনতে হয় ।

কিন্তু ভাগ্য ভাল তাকে independent tv তে জায়গা দেয়নি । এ লোক BTV র হয়ে দেশের মানুশকে অনেক কষ্ট দিছে । উল্টা পাল্টা কথা বইলা খেলা দেখার mood ই খারাপ করে দেয় । একবার ক্রিকেটের ধারাভাশশের সময় বলছিল “ বল কামড়ে মাঠ চলে যাচ্ছে সীমানার বাইরে” তখন, পাশের একজনের কথায় তার জ্ঞান ফিরল । তখন বলল “দুঃখিত দর্শক এমন প্রিন্টিং মিস্টেক একটু আক্তু হতেই পারে, এটা আপ্নারা ক্ষমার চক্ষে দেখবেন”, কথাটা হবে “ মাঠ কামড়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে” ।

তার কিছু কমন ধারাভাষ্য এর কিছু নমুনা দিচ্ছি --- “ আশরাফুলের চমৎকার শট কিন্তু না আউট” “ মেঘযুক্ত মাঠ , কর্দমাক্ত আকাশ” “জহির খান একজন চমৎকার ব্যাটসম্যান কিন্তু এ মাত্র তিনি আউট হলেন” ইত্যাদি আরো আছে। অবশেষে বলব , আজকের ম্যাচের যারা ধারাভাষ্য দিয়েছেন তারা অসাধারন ভাবে কাজ টা করেছেন। জাফরুল্লাহ র উচিত তাদের কাছ থেকে কিছু শিখা ... কারন কেউ একজন বলছে , শেখার কোন বয়স নাই !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.