হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... সারাদিন খাটাখাটনি করে এসে এই মাত্র টিভি অন করলাম। শুরুতেই ধাক্কা খেলাম। সাকিব-তামিমকে ক্যাপ্টেন্সী থেকে বাদ দেয়া হয়েছে। ফেসবুকে ঢুকলাম। অনেক লোক এটা নিয়ে লাফাচ্ছে।
সাকিব নাকি বেশী ভাব ধরে। ওরে বাদ দেয়া নাকি ঠিক হইছে। বেশী কথা বলতে চাইনা। শুধু একটাই প্রশ্ন রাখব সবার উদ্দেশ্যে...
সাকিব ছাড়া বাংলাদেশের কোন ক্যাপ্টেন তার দ্বায়িত্ব পালনের সময় ব্যক্তিগত সাফল্যও সমানতালে পেয়ে গেছে?
সাকিব ছাড়া বাংলাদেশের কোন ক্যাপ্টেন এতগুলা জয় বাংলাদেশকে এনে দিতে পেরেছে?
সাকিব তামিম ছাড়া বাংলাদেশ টিমের আর কোন প্লেয়ারটারে বিশ্বের সমস্ত ব্যাটসম্যান আর বোলাররা একটু হলেও সম্মানের চোখে দেখে?
তামিম ছাড়া আর কোন ব্যাটসম্যানকে অন্য দেশের বোলারেরা ভয় পায়?
একজন ভালো প্লেয়ারই পারে একজন ভালো ক্যাপ্টেন হতে। বাংলাদেশের এই দলটার গড় বয়স ২৪ বছর।
এই দলটার আরো অনেক দূর যাওয়া বাকি। এর মাঝে নোংরা রাজনীতি ঢুকে যাওয়া অনেক জঘন্য একটা ব্যাপার। এই লুটা কামাল যখন থেকে এই দলের প্রেসিডেন্ট তখন থেকেই তার সাকিবের উপর রাগ। শুওরের বাচ্চাটা তার পা ধরে পর্যন্ত ক্ষমা চাওয়াইছে সাকিবকে। সেই রাগটাই এবার ঝাড়ল সাকিব তামিমের উপরে।
মেজাজটা পুরা বিলা হইয়া গেল। এভাবে ঘন ঘন ক্যাপ্টেন চেঞ্জ একটা দলকে কোনদিন ভাল একটা যায়গায় নিয়ে যাবেনা। দলের মাঝের কোন্দল,রেশারেশি দিনকে দিন আরো বেড়েই যাবে। এই দুইজন ছাড়া স্ট্যাবল ক্যাপ্টেন হতে পারে এমন কাউকেই তো দেখছি না। ধিক্কার জানাই এই সিদ্ধ্বান্ত কে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।