আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যানিটি ব্যাগ

ধুসর এই পৃথিবীতে আমি প্রতিনিয়ত স্বপ্ন খুজে বেড়াই ছেলে: তোমার কাছে কিছু খুচরো টাকা আছে? মেয়ে: থাকার কথা। (ভ্যানিটি ব্যাগে হাত ঢুকিয়ে সে খুঁজতে থাকে) এই ব্যাগে কখনো কিছু খুঁজে পাওয়া যায় না! ... ওহ্, পেয়েছি। ছেলে: এটা তুমি কী দিচ্ছ আমাকে! ব্যবহূত বাসটিকিট? মেয়ে: হতেই পারে না! ...আরে, তাই তো! কেন যে ওটাকে বয়ে নিয়ে বেড়াই সঙ্গে! আচ্ছা দাঁড়াও, দিচ্ছি তোমাকে কুড়ি টাকা। (আবার হাত ঢুকিয়ে দেয় ভ্যানিটি ব্যাগতাকছেলে: আবার কী দিচ্ছ?) মেয়ে: দেখি! ঠিকই বলেছ। ঠিকানা লেখা কাগজের টুকরো।

কার যে ঠিকানা, ধারণাও নেই! কেন যে ওটাকে বয়ে নিয়ে বেড়াই সঙ্গে! ছেলে: কুড়ি টাকা কি সত্যিই আছে তোমার? মেয়ে: আছে বাবা, আছে! চোখের সামনেই তো ছিল! দাঁড়াও, এখন পার্সটা বের করি। (আবার হাত ঢোকাল ভ্যানিটি ব্যাগে) জানো, এই ভ্যানিটি ব্যাগটা আমি সহ্যই করতে পারি না। কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এই যে, পার্স খুঁজে পেয়েছি। না, এটা গত বছরের ক্যালেন্ডার।

আমার এটার কী দরকার! বেহুদা ব্যাগে জায়গা দখল করে রাখে! (হাতড়াচ্ছে) ব্যাগও বটে আমার!! ছেলে: কুড়ি টাকা তোমার সত্যিই আছে তো? মেয়ে: ব্যাগটা এত অসুবিধাজনক! আরে, এই কাপড়ের টুকরো এল কোত্থেকে? ...ওহ, মনে পড়েছে। দুই বছর আগে ব্লাউজ বানানোর জন্য এ ধরনের কাপড় খুঁজছিলাম। কিন্তু বুঝলাম না, ওটা এখনো কী করছে আমার ব্যাগে! ছেলে: আমি তোমাকে কুড়ি টাকা দিতে বলেছিলাম, ফ্লেক্সি লোড করবো বলে। মেয়ে: কুড়ি টাকা? আগে বলবে তো! দাঁড়াও, ব্যাগে খুঁজে দেখি। একেবারে চোখের সামনেই পড়ে ছিল... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.