আমাদের কথা খুঁজে নিন

   

~~~তাহসান~~~ গান সমগ্র, আমার দর্শন , ডাউনলোড লিঙ্ক সহ রিভিউ।

I always tell the truth. Even whn I lie. তাহসান!!! বর্তমান আধুনিক বাংলাগানের দিকপাল। অসম্ভব সুন্দর তার গা্নগুলো শোনেনা এমন কেউ নেই। প্রায় সব ধরনের মানুষের কাছেই তাহসানের গান বেশ জনপ্রিয়। রবিঠাকুরের কিছুটা আচ তার গানের ভিতরে পাওয়া যায়, মোহনিয় সুর আর অসাধারন গানের কথায় মন ধরে রাখা প্রায় অসম্ভব। তখন খুলনায় থাকি।

ক্লাস ৭ এ পড়ি। ঢাকা ভেরত এক বড় ভাইয়ের বাসায় খেলতে গিয়ে তাহসানের আমার পৃথিবি্র এখনো গানটা শুনি। শোনামাত্র তাক লেগেছে যায়। গে্থে যায় হৃদয়ে। সেই থেকে শুরু আজ অব্দি প্রতিদিন তাহসানের একটা গান না শুনলে ওবেলা যায় না।

প্রথম দিকে তাহসান ছিল ব্লাক বান্ডের সাথে। পরবর্তিতে ব্লাক ছেড়ে একক ও মিক্সড এলবামে কাজ করা শুরু করেন। প্রথমে ব্লাক ছাড়াতে মনটা ভেঙ্গে গেলেও পরপর অসাধারন কিছু অসাধারন গান পেয়ে সেই দুক্ষটা একেবারে মুছে গেল। যাই হোক তাহসানের গান সমগ্রে আসি। ব্লাকের সাথে তাহসানের আলবাম ও গান।

@@@@@ আমার পৃথিবি @@@@@ এটা ব্লাকের সেরা এলবাম। অসাধারন এই এলবামটা ইউনিক। হয় নাই হবেও না। কয়েকটা গান তাহসান গেয়েছেন, পাশাপাশি বাকগ্রাউন্ড ভোকালো দিয়েছেন। এখনো, মানূষ, প্রাথনাদ, এই গানগুলো তাহসানের পুর্নাজ্ঞ গান।

আমার পৃথিবি গানটাতে বাকগ্রাউন্ড ভোকালো। ডাউনলোড লিঙ্কঃ @@@@ উৎসবের পর @@@@ এটাও ব্লাকের একটা মাষ্টার পিচ। পাশাপাশি তাহসানের ৩ টা গান এটাতে অতিরিক্ত মাধুর্‍্য এনেছে। প্রাকৃতিক এবং পরাহত গানটাতে তাহসান দেখিয়েছে পুরোনও ধাচ। ডাউনলোড লিঙ্কঃ তাহসানের একক এলবাম সমগ্র @@@@ কথপকথন @@@@ অসাধারন এই আলবামটার গানগুলো দিয়ে তাহসানের ছোটা শুরু।

এখান থেকে শুরু আর পেছন ফিরে তাকাতে হয় নাই তাকে। একের পর এক বাজিমাত। ঈর্ষা, শিহরন, বৃতার্পল্মা , চতুর্থমাত্রা, নির্বোধের বিচার ইত্যাদি গানগুলো মাষ্ট সি। ডাউনলোড লিঙ্কঃ @@@@ কৃর্তদাসের নির্বান @@@@ এই আল্বামে রয়েছে কিছু অসাধারন গান। এখান থেকে আবার তাহসান আলাদা একটা টার্ন নিয়েছে, যেটা অনেকটা মেলোডিতে গড়িয়েছে।

পরবর্তিতে তাহসান এটা ধরে না রাখলেও এই আলবামটা একটা আদর্শ। প্রেমাতাল, সস্তাক্ষোভ, কিছুক্ষন, কাদা, অদৃশ্য রবী ইত্যাদি গানগুলো মাষ্ট লিসেন। ডাউনলোড লিঙ্কঃ @@@@ ইচ্ছে @@@@ এটা তাহসানের ২য় টার্নিং পয়েন্ট। এটা দিয়ে আসে ব্যাপক সাফল্য। এখানের আলো, দুরত্ত, অনুভুতি গানগুলো অসম্ভম হিট করে।

এখনো রেডিওতে নিয়মিত আলো গানটা শোনা যায়। ডাউনলোড লিঙ্কঃ @@@@ নেই @@@@ এটা একেবারে ভিন্নধারার একতা আলবাম। সাধারন্ত তাহসান এরকম গান আগে গায়নি। এটাও ব্যাপক সাড়া ফেলে। এখানের নেই, বন্ধন, ভুলতে পারবেনা, পাথরের গল্পকার গাঙ্গুলো মাষ্ট লিসেন।

ডাউনলোড লিঙ্কঃ @@@@ প্রতাবর্তন @@@@ এটা তাহসানের শেষ একক আলবাম। এবং এটা রিসেন্টলি বের হয়েছে। এটা হিট না করলেও, ২ বছর পর তাহসান ভক্তরা এলবাম হাতে পেয়ে বেশ খুশি। ডাউনলোড লিঙ্কঃ @@@@@ তাহসানএর সিঙ্গেল গান @@@ এই গানগুলো সাধারনতো বিভিন্ন মিক্সড এলবামের। ডাউনলোড লিঙ্কের জন্য নামের উপরে কিল্ক করুন।

১. প্রতিজ্ঞা- অর্থহিন ২ এবং সুমন বোকা মানুষটা ২. রোদেলা দুপুরে- মিথিলা ও তাহসান ৩. অনন্তকালের পথযাত্রি- জুয়েল ঊইথ দ্য ষ্টার ৪. ফিরে এসো- জুয়েল ঊইথ দ্য ষ্টার ৫. অগোচরে- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ৬. রোদের আচর - জুয়েল ঊইথ দ্য ষ্টার ২ ৭. দখিনের জানালা - বন্ধুতা ৮. সে খবর আমি রাখি ৯. কাল্পনিক প্রেম ১০। কে আকে অন্য ছবি সম্প্রতি তাহসান মিনারের ২ টি একক এলবাম ফিট করেছেন। @@@@ তাহসান ফিট মিনার ডানপিটে @@@@ ডাউনলোড লিঙ্কঃ @@@@ তাহসান ফিট মিনার আড়ি @@@@ ডাউনলোড লিঙ্কঃ @@@@ তাহসান ফিট সাকিব জাকির @@@@ ডাউনলোড লিঙ্কঃ ধন্যবাদ সবাইকে। কোনো গান বাদ পরে গেলে আমাকে জানান। আমি আড করে দিব।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.