আমি নিজে যে কি তা নিজেই জানি নাহ
পায়ে পায়ে পথ চলা , কুয়াশায় ঢাকা এই শহরে ।
খয়রী চাদরে জরানো আমি , আর জরানো শীতের আদরে ।
পায়ে পায়ে পথ চলা , মেঘে ঢাকা ভোরের আলোতে ।
যতো দূরে চোখ যায় নেই যে কেউ আর , আমি একা ভোরের আলোতে । ।
শুকিয়ে যাওয়া পাতা গুলো এই , পায়ের চিহ্ন এঁকে দেয় ।
বেঁচে থাকা মানুষগুলো কেনো , হৃদয়ের চিহ্ন মুছে দেয় ।
ভুলতে তুমি পারবে না , আমার এ গান ।
ভুলতে তুমি পারবে না , এই ভোরের অভিমান ।
ভুলতে তুমি পারবে না , সেই নিঃস্বার্থ উপহার ।
।
লিখে যাই আজও তোমায় নিয়া , শব্দ গল্প আর কবিতা ।
তাকিয়ে থাকি আজও , খয়েরী দেওয়ালে টাঙ্গানো যে তোমার ছবিটা ।
শর্ত ছিলো না , শর্ত আজও নেই , নিঃশর্ত এ প্রেমে ।
অলিখিত আজও চাওয়া আমার , ভুলবেনা তুমি আমাকে ।
ভুলতে তুমি পারবে না , আমার এই গান ।
ভুলতে তুমি পারবে না , এই ভোরের অভিমান ।
ভুলতে তুমি পারবে না , সেই নিঃস্বার্থ উপহার ।
আমার প্রেম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।