কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
আমার এ জীবনটাকে আমি ,
বুঝতে পেরেও বুঝে উঠেনি।
আমি কি তোমার তুলির আচঁর,
শুধু তোমার রংয়ে করা শুধু।
আর লাল রংঙয়ের তুলিতে রাঙিয়েও আমার জীবন।
আমার আকা স্বপ্ন গুলো ছিড়ে ফেলে,
দুঃস্বপ্ন তুমি আর একো না।
চাই না ঘৃণা করতে তোমাকে,
চাই শুধু তোমাকে প্রার্থনায়,,
চাই শুধু তোমাকে প্রার্থনায়।
.................আমি....।
পুরনো চাদর পশ্চিমে বিছিয়ে আমি একা বসে,
তোমার তরে আমার প্রার্থনা।
তোমার তরে আমার আর্তনাদ,
আর লাল রংয়ের তুলিতে রাঙিয়েও না আমার জীবন।
আমার আঁকা স্বপ্ন গুলো ছিড়ে ফেলে ,
দুঃস্বপ্ন তুমি আর একো না।
চাই না ঘৃণা করতে তোমাকে,
চাই শুধু তোমাকে প্রার্থনায়,,
চাই শুধু তোমাকে প্রার্থনায়।
.................আমি....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।