অ আ খাসি করানোর মতোই, গ্রীসে পারিবারিক মামলা মোকদ্দমা জাতীয় বিষয়গুলি এখন মোল্লা চরিত্রগুলির কাছ থেকে সরিয়ে দেশের বিচার বিভাগে ফিরিয়ে দেয়া হচ্ছে। বলেন ছোভানাল্লা! ধর্মকারীতে আজকের এই সংবাদটা দেখে আরেকটু ঘাঁটতেই খোঁজ পাওয়া গেলো সেকুলার একটি দেশে কিভাবে সকল নাগরিকের অধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে মুসলিম পুরুষ আইনগতভাবে বহুবিবাহের অধিকার রাখতো, তালাক দেবার অধিকার রাখতো, যদিও নারীদের সে সুযোগ বা অধিকার ছিলো না। সংখ্যালঘু মুসলমানদের মাঝে নারী সদস্যদের দমন পীড়নের যে প্রাতিষ্ঠানিকতা ছিলো, এই আইনের মাধ্যমে সমতা আননয়নের প্রচেষ্টা আরো গতি পাবে, অন্যান্য সদস্য দেশগুলিতেও সমন্বিতভাবে শরিয়া'র মতো মধ্যযুগীয় বর্বরতা ফেরৎ পাঠানো হবে মধ্যপ্রাচ্যের সেই উদ্ভট অঞ্চলটিতে। কয়েকটা লিঙ্ক... ১. Click This Link ২. Click This Link ৩. এই লিঙ্কটা আরেকটু ডিটেল... আদি-বৃত্তান্ত সমেত: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।