বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............ আমার একটা চোখ অন্যটাকে দেখতে পারেনা মোটেই সারাক্ষণ বকা-ঝকা; কেন তুই চাইলি যুবতীর বাতুল বুকে না হয় ভুল করে ওড়না আনতে মনেই ছিলনা অভাগীর সুঢৌল ওর ঢিবি জুড়ে ইশারার হাতছানি ভো দৌড়ে ওলট পালট করলই ঘুমন্ত শরীর তাই বলে কি.....................................! আমার একটা চোখ অন্যটাকে দেখতে পারেনা মোটেই ঠোঁটের মুচকি হাসি ভর করে চোখের কোনে তপ্ত ওর ওষ্ঠে আমার আজন্ম কালের কামনা বাসনা ভেতর থেকে শুষে নেয়া সুমিষ্ট জলরাশি শিহরন মাখা কদম্বিনীর সকাল আলিঙ্গন করে আদ্যপান্ত তাই বলে কি......................................! আমার এ চোখটাও আজকাল অন্যটাকে দেখতে পারেনা সকাল-বিকেল-রাত পার করা আলসে আমি আস্থা খুঁজি; দীপশিখার দ্বি-প্রহরে; এখন-তখন প্রলোভনের নষ্ট অতীত ভুলে দ্বিগম্বর হই; অবেলায়-অকারণে আর ভালোবাসার পথ হারিয়ে দেশান্তরী তাই বলে কি.....................................!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।