হল প্রভোস্ট অধ্যাপক আ ব ম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার হলের দক্ষিণ ব্লকের তৃতীয় তলার পূর্বপাশের টয়লেট পরিষ্কার করতে গিয়ে এক কর্মী হাতবোমাগুলো দেখতে পায়। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে তারা এসে সেগুলো সরিয়ে নিয়ে যায়।
আ ব ম ফারুক বলেন, “হলের ভিতরে আতঙ্ক ছড়াতে কেউ হাতবোমাগুলো রাখতে পারে”।
যুদ্ধাপরাধের মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে তার দল জামায়াতে ইসলামী
এর আগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায়কে কেন্দ্র করে গত সোম ও মঙ্গলবার এবং মুজাহিদের রায়ের দিন বুধবারও হরতাল করে দলটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।