আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রমানব হয়ে যাচ্ছি !

কালবেলা গতকাল ইফতারের পর পরই বাংলানিউজ২৪ এ ঢুকে দেখি , ' চাঁদ দেখা গেছে , কাল ঈদ '' ! এরপর বন্ধুদের সাথে বের হলাম আড্ডায় , চাঁদ দেখা নিয়ে কথা উঠল , চিন্তা করে দেখি এক যুগের ও বেশী সময় হয়ে গেছে আমি ঈদের চাঁদ দেখিনা !!! সেই ক্লাস সিক্স সেভেনে পড়ার সময় পর্যন্ত ইফতারের পর পরই চাঁদ দেখতে ছাদে উঠতাম , দেখতে পেলে হই হুল্লোর,আকাশে মেঘ থাকলে মেজাজ খারাপ, খবর নেয়া কোথাও দেখা গেল কিনা !! বিটিভি খুলে বসে অপেক্ষা , '' ঈদ মোবারক , শাওয়াল মাসের চাঁদ দেখে গেছে, আগামীকাল পবিত্র ঈদ -উল - ফিতর। অবশ্য বলার আগেই অনেক সময় বুঝা যেত যদি উনি ঘোষিকা হোন, রমজান শেষ হওয়ায় মাথার কাপড় ফেলে চেহারা দেখানোর সুযোগ পয়া যায় এইদিন ১ মাস পর ! ! এক যুগের ও বেশী সময় থেকে ঈদের চাঁদ দেখিনা মনে হওয়ায় মন খারাপ হয়ে গেল। সবাই বলল চল চাঁদ দেখি , কিন্তু বিধি বাম, আকাশে মেঘ , চাঁদ দেখা যাবেনা কি রকম যেন হয়ে যাচ্ছি !! যন্ত্রই হয়ে যাচ্ছি এখনি , অনাগত শিশু যন্ত্রদের যে কি হবে , পথ প্রদর্শক যেন না হই !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।